ফ্লিপকার্টে ২৫ হাজার টাকা ছাড়ে Samsung Galaxy S24, দাম নামল ৪৯,৯৯৯ টাকায়

Samsung Galaxy S24 is now available on Flipkart at just ₹49,999 after a massive ₹25,000 discount. Buyers can also get exchange offers up to ₹48,300 and bank discounts, making it one of the best premium smartphone deals in India.

Published on

স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। বাজারে দারুণ দাম কমল Samsung Galaxy S24 এর। গত বছর ২০২৪ সালে ফোনটি লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। এখন সেটিই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ৪৯,৯৯৯ টাকায়। হিসেব কষে দেখলে প্রায় ২৫,০০০ টাকার ছাড়, মানে আগের দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম। তার ওপর ফ্লিপকার্ট দিচ্ছে বাড়তি ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৮,৩০০ টাকা পর্যন্ত সুবিধা। ফলে যাঁরা পুরনো ফোন বদলাতে চান, তাঁদের জন্য দাম আরও নেমে আসবে।

Samsung Galaxy S24 ফোনটি পাওয়া যাচ্ছে দুই ভ্যারিয়েন্টে 

Google Advertisement

৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ

Google Advertisement

স্যামসাংয়ের মতে, গ্যালাক্সি S24 তাদের প্রথম এআই-চালিত স্মার্টফোন। এবং সেটি এখনও ফিচারের দিক থেকে বাজারে অন্যতম শক্তিশালী অপশন। ফোনে রয়েছে ৬.২-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ। প্রসেসিং শক্তি জোগাচ্ছে এক্সিনস ২৪০০ চিপসেট, সঙ্গে ৮ জিবি র‌্যাম। স্টোরেজ সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত।

ব্যাটারি সেকশনে মিলছে ৪,০০০ mAh ক্ষমতা, যেখানে ২৫ ওয়াট তারযুক্ত চার্জিং আর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। সফটওয়্যারে আছে অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর স্যামসাংয়ের নিজস্ব OneUI। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত, তাই জল-ধুলোয় যথেষ্ট টেকসই।

Google Advertisement

ক্যামেরা সেটআপও নজরকাড়া ৫০ মেগাপিক্সেল OIS মূল সেন্সর, ১০ মেগাপিক্সেল টেলিফটো, আর ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স মিলে ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি আর ভিডিও কলে ব্যবহারের জন্য সামনে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সংযোগের দিক থেকেও কোনো খামতি নেই ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি সবই আছে।

এখন প্রশ্ন হলো, এই অফারটা কতটা লাভজনক? ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার, প্রিমিয়াম ডিজাইন, এআই-চালিত নতুন ফিচার আর ওয়্যারলেস চার্জিং সুবিধা সব মিলিয়ে ৫০ হাজার টাকার নিচে গ্যালাক্সি S24 নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ডিল। বিশেষত যাঁরা নতুন ফোনে আপগ্রেড করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এক্সচেঞ্জ অফার আর ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে দামটা আরও কমে আসবে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website