Article Body
Samsung Galaxy S24 ফোনটি পাওয়া যাচ্ছে দুই ভ্যারিয়েন্টে
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ
স্যামসাংয়ের মতে, গ্যালাক্সি S24 তাদের প্রথম এআই-চালিত স্মার্টফোন। এবং সেটি এখনও ফিচারের দিক থেকে বাজারে অন্যতম শক্তিশালী অপশন। ফোনে রয়েছে ৬.২-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ। প্রসেসিং শক্তি জোগাচ্ছে এক্সিনস ২৪০০ চিপসেট, সঙ্গে ৮ জিবি র্যাম। স্টোরেজ সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত।
ব্যাটারি সেকশনে মিলছে ৪,০০০ mAh ক্ষমতা, যেখানে ২৫ ওয়াট তারযুক্ত চার্জিং আর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। সফটওয়্যারে আছে অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর স্যামসাংয়ের নিজস্ব OneUI। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত, তাই জল-ধুলোয় যথেষ্ট টেকসই।
ক্যামেরা সেটআপও নজরকাড়া ৫০ মেগাপিক্সেল OIS মূল সেন্সর, ১০ মেগাপিক্সেল টেলিফটো, আর ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স মিলে ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি আর ভিডিও কলে ব্যবহারের জন্য সামনে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সংযোগের দিক থেকেও কোনো খামতি নেই ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি সবই আছে।
এখন প্রশ্ন হলো, এই অফারটা কতটা লাভজনক? ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার, প্রিমিয়াম ডিজাইন, এআই-চালিত নতুন ফিচার আর ওয়্যারলেস চার্জিং সুবিধা সব মিলিয়ে ৫০ হাজার টাকার নিচে গ্যালাক্সি S24 নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ডিল। বিশেষত যাঁরা নতুন ফোনে আপগ্রেড করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এক্সচেঞ্জ অফার আর ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে দামটা আরও কমে আসবে।
Comments