ভারতে শুরু হচ্ছে Google Pixel 10 সিরিজের বিক্রি, দাম ও অফারের সম্পূর্ণ তথ্য জেনেনিন

Google Pixel 10 সিরিজের প্রথম সেল ভারতে শুরু হচ্ছে 28 আগস্ট থেকে। Pixel 10, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL মডেল পাওয়া যাবে আকর্ষণীয় অফার ও এক্সচেঞ্জ বোনাসসহ। এখানে জানুন দাম, ফিচার ও অফারের বিস্তারিত।

Published on

ভারতে গুগল পিক্সেল 10 সিরিজের প্রথম সেল শুরু হতে যাচ্ছে কাল, ২৮ আগস্ট সকাল ১০টা থেকে। যারা নতুন ফোন কিনতে চাইছেন, তাদের জন্য গুগলের এই লঞ্চ নিঃসন্দেহে বড় খবর। প্রথম ধাপে Pixel 10, Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL মডেল পাওয়া যাবে। দাম কমাতে কোম্পানি ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস রেখেছে, ফলে ফোনগুলো সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। ক্রেতারা চাইলে ফ্লিপকার্ট কিংবা গুগল স্টোর থেকে অর্ডার করতে পারবেন।

Google Pixel 10 এর দাম ও অফার

Pixel 10 ভারতে আসছে একমাত্র 256GB ভ্যারিয়েন্টে, যার দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। তবে অফার কাজে লাগালে ফোনটি আরও সস্তায় কেনা সম্ভব। এখানে থাকছে ৭,০০০ টাকার ব্যাংক অফার এবং ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস। সব মিলিয়ে ক্রেতাদের কার্যকর দাম দাঁড়াবে প্রায় ৬৭,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে চারটি রঙে ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস এবং অবসিডিয়ান।

Google Advertisement

Google Pixel 10 Pro এর দাম

Pixel 10 Pro-এর দাম রাখা হয়েছে ১,০৯,৯৯৯ টাকা (256GB ভ্যারিয়েন্ট)। তবে অফারে মিলছে ১০,০০০ টাকার ব্যাংক ডিসকাউন্ট ও ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। ফলে দাম নেমে আসবে ৯৪,৯৯৯ টাকায়। এই মডেল জেড, মুনস্টোন, অবসিডিয়ান ও পোরসিলেন কালারে কেনা যাবে।

Google Pixel 10 XL এর দাম

Google Advertisement

Pixel 10 Pro XL-এর দাম ভারতের বাজারে ১,২৪,৯৯৯ টাকা। অফারের পরে, অর্থাৎ ১০,০০০ টাকার ব্যাংক অফার এবং ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের পর, এটি কেনা যাবে ১,০৯,৯৯৯ টাকায়। কালার অপশনের মধ্যে থাকছে জেড, মুনস্টোন ও অবসিডিয়ান।

Google Pixel 10 এর ফিচার

Pixel 10-এ রয়েছে ৬.৩ ইঞ্চির OLED সুপার অ্যাকচুয়া ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস ব্রাইটনেস। স্ক্রিনে সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সে শক্তি জোগাবে গুগলের নিজস্ব টেনসর G5 চিপসেট, সঙ্গে টাইটান M2 সিকিউরিটি চিপ। ফোনটিতে Gemini AI ফিচারও সমর্থিত।

Google Advertisement

ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১০.৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকছে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ৪৯৭০mAh সেল, যা ৩০W ফাস্ট চার্জিং এবং ১৫W পর্যন্ত Qi2 ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

পিক্সেল 10 প্রো ও প্রো XL কী কী নতুন ফিচার

Pixel 10 Pro-তেও ৬.৩ ইঞ্চির সুপার অ্যাকচুয়া ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে Pixel 10 Pro XL-এ আরও বড়, ৬.৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন 1344×2992 পিক্সেল। দু’টি মডেলেই আছে LTPO প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। শক্তির জন্য ব্যবহৃত হয়েছে টেনসর G5 চিপসেট এবং উভয় ফোনেই ১৬GB র‍্যাম সমর্থন রয়েছে।

ক্যামেরা সেকশনে প্রো সিরিজ আরও এগিয়ে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফির জন্য উভয় ফোনেই থাকছে ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে কিছুটা পার্থক্য রয়েছে Pixel 10 Pro-তে ৪৮৭০mAh ব্যাটারি, আর Pro XL-এ ৫২০০mAh ব্যাটারি। বড় মডেলটি ৪৫W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৫W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website