Article Body
Google Pixel 10 এর দাম ও অফার
Pixel 10 ভারতে আসছে একমাত্র 256GB ভ্যারিয়েন্টে, যার দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। তবে অফার কাজে লাগালে ফোনটি আরও সস্তায় কেনা সম্ভব। এখানে থাকছে ৭,০০০ টাকার ব্যাংক অফার এবং ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস। সব মিলিয়ে ক্রেতাদের কার্যকর দাম দাঁড়াবে প্রায় ৬৭,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে চারটি রঙে ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস এবং অবসিডিয়ান।
Google Pixel 10 Pro এর দাম
Pixel 10 Pro-এর দাম রাখা হয়েছে ১,০৯,৯৯৯ টাকা (256GB ভ্যারিয়েন্ট)। তবে অফারে মিলছে ১০,০০০ টাকার ব্যাংক ডিসকাউন্ট ও ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। ফলে দাম নেমে আসবে ৯৪,৯৯৯ টাকায়। এই মডেল জেড, মুনস্টোন, অবসিডিয়ান ও পোরসিলেন কালারে কেনা যাবে।
Google Pixel 10 XL এর দাম
Pixel 10 Pro XL-এর দাম ভারতের বাজারে ১,২৪,৯৯৯ টাকা। অফারের পরে, অর্থাৎ ১০,০০০ টাকার ব্যাংক অফার এবং ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের পর, এটি কেনা যাবে ১,০৯,৯৯৯ টাকায়। কালার অপশনের মধ্যে থাকছে জেড, মুনস্টোন ও অবসিডিয়ান।
Google Pixel 10 এর ফিচার
Pixel 10-এ রয়েছে ৬.৩ ইঞ্চির OLED সুপার অ্যাকচুয়া ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস ব্রাইটনেস। স্ক্রিনে সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সে শক্তি জোগাবে গুগলের নিজস্ব টেনসর G5 চিপসেট, সঙ্গে টাইটান M2 সিকিউরিটি চিপ। ফোনটিতে Gemini AI ফিচারও সমর্থিত।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১০.৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকছে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ৪৯৭০mAh সেল, যা ৩০W ফাস্ট চার্জিং এবং ১৫W পর্যন্ত Qi2 ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
পিক্সেল 10 প্রো ও প্রো XL কী কী নতুন ফিচার
Pixel 10 Pro-তেও ৬.৩ ইঞ্চির সুপার অ্যাকচুয়া ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে Pixel 10 Pro XL-এ আরও বড়, ৬.৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন 1344×2992 পিক্সেল। দু’টি মডেলেই আছে LTPO প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। শক্তির জন্য ব্যবহৃত হয়েছে টেনসর G5 চিপসেট এবং উভয় ফোনেই ১৬GB র্যাম সমর্থন রয়েছে।
ক্যামেরা সেকশনে প্রো সিরিজ আরও এগিয়ে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফির জন্য উভয় ফোনেই থাকছে ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে কিছুটা পার্থক্য রয়েছে Pixel 10 Pro-তে ৪৮৭০mAh ব্যাটারি, আর Pro XL-এ ৫২০০mAh ব্যাটারি। বড় মডেলটি ৪৫W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৫W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Comments