WhatsApp এর নতুন ফিচার, অন্য অ্যাপ থেকেও সরাসরি শেয়ার করা যাবে স্ট্যাটাস

WhatsApp adds a new feature for iOS users, allowing direct status updates from other apps via the iOS share sheet.

Published on

WhatsApp প্রায় সময়ই নতুন কিছু যোগ করে ব্যবহারকারীদের চমকে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের জন্য বেশ কাজে লাগবে। নতুন এই ফিচারের মাধ্যমে অন্য অ্যাপ থেকে সরাসরি ওয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট শেয়ার করা যাবে। খবরটি সামনে এনেছে প্রযুক্তি বিষয়ক সাইট WABetaInfo। তারা জানিয়েছে, অ্যাপ স্টোরে থাকা WhatsApp Beta for iOS 25.22.83 ভার্সনে এই ফিচার দেখা গেছে। শুধু তাই নয়, এর একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে তারা।

Google Advertisement

কেমন কাজ করবে WhatsApp এর নতুন ফিচার

Google Advertisement

WABetaInfo যে স্ক্রিনশট শেয়ার করেছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফিচারটির ব্যবহার। আইওএসের শেয়ার শিট অপশনের সাহায্যে কোনো ছবি বা ভিডিও সরাসরি ওয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসেবে দেওয়া যাবে। আগে যেখানে ব্যবহারকারীদের একটি ছবি স্ট্যাটাসে দেওয়ার জন্য প্রথমে ওয়াটসঅ্যাপকে টার্গেট অ্যাপ হিসেবে সিলেক্ট করতে হতো, সেখানে এখন আর সেই ঝামেলা নেই। অর্থাৎ, আপনি অন্য কোনো অ্যাপ থেকে ছবি বা ভিডিও শেয়ার করতে চাইলে, iOS শেয়ার শিটে সবসময় “My Status” অপশন পাওয়া যাবে।

Google Advertisement

মজার বিষয় হলো, ছবি বা ভিডিও কোন অ্যাপ থেকে আসছে, সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। ফলে ব্যবহারকারীরা চাইলে সরাসরি কোনো কন্টেন্ট এক ক্লিকে স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। পাশাপাশি, নির্দিষ্ট কন্ট্যাক্ট কিংবা গ্রুপের সঙ্গেও মিডিয়া শেয়ার করার সুবিধা থাকবে। সব মিলিয়ে আগের তুলনায় প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেল।

কবে পাওয়া যাবে সবার জন্য

বর্তমানে এই ফিচার কেবল বেটা ভার্সনে দেখা যাচ্ছে। তবে ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। যদি আপনি অ্যাপল ব্যবহারকারী হন এবং এখনো ফিচারটি দেখতে না পান, তবে কিছুটা অপেক্ষা করতে হবে। কোম্পানি ধাপে ধাপে এটি রোলআউট করছে। আগামী কয়েক দিনের মধ্যেই সবার কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website