ভিভো Y500 ও T4 Pro স্মার্টফোন লঞ্চের তারিখ ঘোষণা, থাকছে শক্তিশালী ব্যাটারি ও উন্নত ক্যামেরা

ভিভো আনছে নতুন স্মার্টফোন Vivo Y500 ও Vivo T4 Pro। Y500-এ থাকছে 8200mAh ব্যাটারি ও উন্নত ওয়াটারপ্রুফিং, আর T4 Pro আসছে 50MP পেরিস্কোপ ক্যামেরা ও 6500mAh ব্যাটারির সাথে। জানুন বিস্তারিত।

Published on

ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo Y500–এর লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। কোম্পানির মতে, ফোনটি প্রথমে চীনে বাজারে আসবে আগামী ১ সেপ্টেম্বর। ভিভো এবার ব্যাটারির দিকেই সবচেয়ে বড় চমক রেখেছে। ডিভাইসটিতে থাকবে 8200mAh ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী এতদিনের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে। শুধু তাই নয়, ফোনটি IP69+, IP69 ও IP68 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন পেয়েছে, যা ভিভোর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা মান বলেই ধরা হচ্ছে। সাধারণত এই স্তরের রেটিং সামরিক মানের ডিভাইস বা হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যায়। তাই অনেকের মতে, ভিভো এবার সাহসী বাজি ধরেছে।

Google Advertisement

কোম্পানির প্রকাশিত টিজার অনুযায়ী, ফোনটির ডিজাইনেও কিছু চমক আছে। সামনে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে, পিছনে রিং ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটি ব্লু, ব্ল্যাক ও ভায়োলেট, এই তিন রঙে আসবে বলে নিশ্চিত করেছে ভিভো। সবচেয়ে বড় কথা, ডিভাইসটি পেয়েছে SGS Gold Label 5-স্টার ড্রপ ও ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, যা পড়ে যাওয়া বা ধাক্কার পরেও ফোনটিকে টিকে থাকতে সাহায্য করবে।

Google Advertisement

Vivo Y500 ক্যামেরা ও প্রসেসর

Google Advertisement

বিশ্বস্ত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Vivo Y500–এ ব্যবহার করা হবে MediaTek Dimensity 7300 প্রসেসর। ফোনটিতে থাকবে ফুল এইচডি+ OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে 120Hz। ফটোগ্রাফির জন্য থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং তার সঙ্গে একটি সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য থাকবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যদিও এখনও সব ফিচার জানানো হয়নি, আশা করা হচ্ছে ভিভো ধাপে ধাপে আরও বিস্তারিত তথ্য সামনে আনবে।

ভারতের বাজারে আসছে Vivo T4 Pro

অন্যদিকে, ভিভো ভারতের বাজারের জন্যও নতুন ফোন আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি জানিয়েছে, ২৬ আগস্ট লঞ্চ হবে Vivo T4 Pro। দাম রাখা হতে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এখানে থাকবে ৬.৭৮ ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী 6500mAh ব্যাটারি। ক্যামেরার দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়। থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, আর একটি অতিরিক্ত সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

দেখা যাচ্ছে, ভিভো একসঙ্গে দুটি ফোন নিয়ে আক্রমণাত্মক কৌশল নিয়েছে, চীনে Y500 আর ভারতে T4 Pro। একটিতে শক্তিশালী ব্যাটারি ও টেকসই বডি, অন্যটিতে প্রিমিয়াম ডিজাইন ও উন্নত ক্যামেরা। এখন প্রশ্ন হলো, বাজারে এই কৌশল কতটা সফল হবে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website