Article Body
Vivo Y500 স্পেসিফিকেশন, ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্স
চায়না টেলিকমের লিস্টিং অনুযায়ী, ফোনটির মডেল নম্বর V2506A। এর ডাইমেনশন 163.10 x 75.90 x 8.23 মিমি আর ওজন প্রায় 213 গ্রাম। ডিসপ্লের দিকে নজর দিলে দেখা যায়, এতে থাকছে 6.77 ইঞ্চি ফুল এইচডি+ AMOLED প্যানেল, যার রেজল্যুশন 2392 x 1080 পিক্সেল। যদিও রিফ্রেশ রেট সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে ফোনটি 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে।
ক্যামেরার দিক থেকেও কোম্পানি বেশ স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিয়েছে। ফোনের পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সামনে সেলফি আর ভিডিও কলের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ব্যবহার করতে চলেছে MediaTek Dimensity 7300 প্রসেসর। সাথে পাওয়া যাবে সর্বোচ্চ 12GB RAM আর 512GB স্টোরেজ, যা এই রেঞ্জে যথেষ্ট চমকপ্রদ বলা যায়।
Vivo Y500 ব্যাটারি
ভিভো ইতিমধ্যেই কনফার্ম করেছে যে Y500 আসছে এক বিশাল 8200mAh ব্যাটারি নিয়ে। শুধু তাই নয়, এর সাথে থাকবে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ, এত বড় ব্যাটারি থাকলেও চার্জিং নিয়ে ব্যবহারকারীদের আলাদা ঝামেলা পোহাতে হবে না।
Vivo Y500 ফিচার
সিকিউরিটি ও কানেক্টিভিটির জন্য ফোনটিতে থাকছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর NFC সাপোর্ট। আর ডিজাইনের দিক থেকেও কোম্পানি দিয়েছে তিনটি ভ্যারিয়েন্ট, গ্লেসিয়ার ব্লু, বাসাল্ট ব্ল্যাক এবং ড্রাগন ক্রিস্টাল পার্পল।
সব মিলিয়ে বলা যায়, Vivo Y500 শুধুমাত্র ব্যাটারি পাওয়ার দিয়েই নজর কাড়ছে না, বরং ফিচার সেটআপ ও ডিজাইন থেকেও এটি প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, দাম কী রাখা হয় আর লঞ্চের পর বাজারে কেমন সাড়া ফেলে।
Comments