Article Body
ফোনটির বিশেষত্ব শুধু ব্যাটারি বা ক্যামেরা নয়, এর সঙ্গে থাকছে একটি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর। ফোনের পুরুত্ব মাত্র ৭.৫৩ মিমি, যা হাতে নিতেই হালকা মনে হবে। দাম নিয়ে এখনও কিছু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বাজারে গুঞ্জন- ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকতে পারে এর মূল্য। ভিভো এবার ফোনটি ব্লু এবং গোল্ডেন এই দুই রঙে বাজারে আনবে বলে খবর। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এতে AI-ভিত্তিক ইমেজিং ফিচারও যুক্ত হতে চলেছে। এই দামের রেঞ্জে তা কতটা কার্যকরী হবে, সেটাই এখন দেখার বিষয়।
Vivo T4 Pro ক্যামেরা সেকশনে বড় পরিবর্তন
ফ্লিপকার্টে ভিভো T4 Pro-এর জন্য তৈরি হওয়া মাইক্রোসাইট ইতিমধ্যেই ক্যামেরার কিছু বিবরণ ফাঁস করে দিয়েছে। জানা গেছে, ফোনটির পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মূল সেন্সরটি হবে ৫০MP OIS (Optical Image Stabilisation) ক্যামেরা, যা কম আলোতেও ভালো ফলাফল দিতে সক্ষম। এর সঙ্গে থাকছে ৫০MP টেলিফটো পেরিস্কোপ লেন্স, যেখানে থাকবে ৩x অপটিক্যাল জুম। তৃতীয় ক্যামেরার সঙ্গে যুক্ত করা হয়েছে বিশেষ রিং লাইট, যা ভিডিওগ্রাফি ও লো-লাইট শটকে আরও উজ্জ্বল করে তুলবে। সেলফি বা ভিডিও কলের জন্য সামনের দিকে রয়েছে ৩২MP ক্যামেরা। বলতে গেলে, ভিভো এবার ক্যামেরার দিক থেকেই বড় বাজি ধরেছে।
ভিভো T3 Pro-এর সঙ্গে তুলনা
গত বছর যে ভিভো T3 Pro বাজারে এসেছিল, তার সঙ্গে নতুন মডেলের পার্থক্য নজরে পড়ার মতো। পুরোনো মডেলে ছিল Snapdragon 7 Gen 3 প্রসেসর, ব্যাটারি ছিল ৫৫০০mAh এবং ক্যামেরা সেকশনে প্রধান সেন্সর ছিল ৫০MP, সঙ্গে ১৬MP ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লে ছিল ৬.৭৭-ইঞ্চি FHD+ AMOLED। দামও ছিল তুলনামূলক কম, মাত্র ২৪,৯৯৯ টাকা। নতুন ভিভো T4 Pro শুধু ব্যাটারি ক্ষমতা বাড়াচ্ছে তা নয়, ক্যামেরা, প্রসেসর এবং ডিসপ্লে—সব ক্ষেত্রেই আপগ্রেড স্পষ্ট।
ভিভোর আগের ফোনগুলো যারা ব্যবহার করেছেন তারা জানেন, কোম্পানি মাঝারি দামের সেগমেন্টে সবসময়ই কিছু না কিছু চমক দেয়। তবে এবার T4 Pro নিয়ে তাদের বাজি কতটা সফল হয়, সেটাই সময় বলে দেবে।
Comments