Summary

Vivo has launched the new Vivo T4 Pro 5G in India with a curved AMOLED display, Snapdragon 7 Gen 4 processor, 50MP periscope camera, 6500mAh battery and 90W fast charging. Price starts at ₹27,999.

Article Body

ভিভো লঞ্চ করল নতুন Vivo T4 Pro 5G থাকছে শক্তিশালী ক্যামেরা, কার্ভড ডিসপ্লে আর ৬,৫০০mAh ব্যাটারির চমক
ভিভো লঞ্চ করল নতুন Vivo T4 Pro 5G থাকছে শক্তিশালী ক্যামেরা, কার্ভড ডিসপ্লে আর ৬,৫০০mAh ব্যাটারির চমক
ভিভো আবারও তাদের T-সিরিজে নতুন সংযোজন আনল, নাম Vivo T4 Pro 5G। এটি সিরিজের ষষ্ঠ মডেল, যেখানে আগেই বাজারে এসেছে T4, T4x, T4R, T4 Lite আর T4 Ultra। Ultra যেহেতু পুরো লাইনআপের একদম উপরের দিকের ফোন, তাই T4 Pro জায়গা করে নিয়েছে তার ঠিক নিচে। ভিভোর লক্ষ্য পরিষ্কার, যারা হাই-এন্ড ফিচারের স্বাদ নিতে চান কিন্তু ৩০ হাজার টাকার বেশি খরচ করতে রাজি নন, তাদের জন্যই এই মডেল। একদিকে আছে পেরিস্কোপ টেলিফটো লেন্স আর কার্ভড AMOLED ডিসপ্লে, অন্যদিকে দাম রাখা হয়েছে তুলনামূলকভাবে হাতের নাগালে। সেই হিসেবে বলতে হয়, ভিভো বেশ হিসেব করেই এই ফোনটা বাজারে নামিয়েছে।

Vivo T4 Pro 5G দাম

ভারতীয় বাজারে Vivo T4 Pro আসছে দুটি রঙে, Nitro Blue আর Blaze Gold। দাম শুরু হচ্ছে ৮GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার মূল্য ২৭,৯৯৯ টাকা। মাঝের ভ্যারিয়েন্ট ৮GB RAM + 256GB স্টোরেজের জন্য খরচ হবে ২৯,৯৯৯ টাকা। আর যারা একটু বেশি চান, তাদের জন্য রয়েছে ১২GB RAM + 256GB ভ্যারিয়েন্ট, যার দাম ৩১,৯৯৯ টাকা। বিক্রি শুরু হবে ২৯ আগস্ট থেকে, আর ফোনটি পাওয়া যাবে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরে।

Vivo T4 Pro 5G ডিসপ্লে ও পারফরম্যান্স

ফোনটির অন্যতম বড় আকর্ষণ এর ৬.৭৭-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, যেখানে থাকছে Full HD+ রেজোলিউশন আর ১২০Hz রিফ্রেশ রেট। ভিভো দাবি করছে, স্ক্রিনটি ৫,০০০ nits পর্যন্ত ব্রাইটনেস দিতে সক্ষম, মানে রোদ্দুরের তলায় ব্যবহারেও দৃষ্টিকটু কোনো সমস্যা হওয়ার কথা নয়। HDR10+ সাপোর্ট, ২,১৬০Hz PWM ডিমিং আর Diamond Shield Glass প্রটেকশন পুরো প্যাকেজকে আরও শক্তিশালী করেছে।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই। এখানে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, সঙ্গে ৮GB বা ১২GB RAM। স্টোরেজের বিকল্প সর্বোচ্চ ২৫৬GB পর্যন্ত। লম্বা গেমিং সেশন বা মাল্টিটাস্কিং সামলাতে রয়েছে ভিভোর নিজস্ব VC Smart Cooling System। সফটওয়্যারের দিক থেকে ফোনটি আসছে Funtouch OS 15 সহ Android 15-এ। ভিভো প্রতিশ্রুতি দিয়েছে ৪টি বড় অ্যান্ড্রয়েড আপডেট আর ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার। এ ছাড়া AI টুলস যেমন Circle to Search, Transcript Assist, Live Call Translation আর Erase 2.0 ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াবে।

Vivo T4 Pro ক্যামেরা

ক্যামেরার দিক থেকেও ভিভো বেশ সাহসী পদক্ষেপ নিয়েছে। পেছনে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), এর সঙ্গে আরেকটি ৫০ মেগাপিক্সেল ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স (এটিতেও OIS), আর একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি 4K ভিডিও রেকর্ডিংও করতে পারে। এ দামে এমন সেটআপ পাওয়া সত্যিই চোখে পড়ার মতো।

Vivo T4 Pro 5G ব্যাটারি ও অন্যান্য ফিচার

ব্যাটারি সেকশনে রয়েছে ৬,৫০০mAh-এর বড় ইউনিট, সঙ্গে ৯০W ফাস্ট চার্জিং। এত বড় ব্যাটারি নিয়েও ফোনটির পুরুত্ব মাত্র ৭.৫৩ মিমি আর ওজন ১৯২ গ্রাম, মানে হাতে নিতেই ভারী লাগবে না। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, আর IP68 ও IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও পানির বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষিত। আর 5G সাপোর্ট তো আছেই, বিভিন্ন ব্যান্ড কাভার করছে এই ডিভাইস।

সব মিলিয়ে বলা যায়, Vivo T4 Pro 5G এমন একটি স্মার্টফোন যা প্রিমিয়াম লুক আর হাই-এন্ড ফিচার চাইছেন, কিন্তু বাজেট খুব বেশি টানতে চান না, তাদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভিভো কতটা সফল হবে, সেটা অবশ্য বাজারই বলে দেবে।

 

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)