Article Body
iPhone 17 সিরিজ
অ্যাপল সবসময় সেপ্টেম্বরকে বেছে নেয় তার বড় লঞ্চের জন্য। এবারও ব্যতিক্রম হচ্ছে না। iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro আর iPhone 17 Pro Max নিয়ে হাজির হবে অ্যাপল। ভেতরে থাকছে একেবারে নতুন A19 ও A19 Pro চিপসেট, 120Hz ProMotion ডিসপ্লে, রিভার্স ওয়্যারলেস চার্জিং আর উন্নত ক্যামেরা সিস্টেম। যদিও অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, তবে গুজব বলছে ক্যামেরা সেকশনে বড়সড় পরিবর্তন দেখা যাবে। অ্যাপলের প্রতিটি লঞ্চের মতোই এবারও ব্যবহারকারীদের আগ্রহ তুঙ্গে।
OnePlus 15
OnePlus-এর পরের ফ্ল্যাগশিপ 15 মডেল নিয়ে জল্পনা শেষ হচ্ছে না। ফোনটিতে থাকতে পারে Snapdragon 8 Elite 2 চিপ, 6.8 ইঞ্চি 1.5K LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 165Hz পর্যন্ত। ৭০০০mAh ব্যাটারি থাকবে, সঙ্গে 100W ওয়ায়ার্ড আর 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেকশনে থাকবে ট্রিপল 50MP সেন্সর, আর নতুন রঙ Moon Rock Black, সম্ভবত এটিকে আরও আলাদা করে তুলবে।
iQOO 15
Vivo-র সাব-ব্র্যান্ড iQOO এবার iQOO 15 নিয়ে হাজির হবে, যেখানে থাকছে Snapdragon 8 Elite 2 প্রসেসর আর 6.85 ইঞ্চি 2K LTPO OLED ডিসপ্লে। বিশাল ৭০০০mAh ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর গেমিং-অপ্টিমাইজড ট্রিপল ক্যামেরা সেটআপ এটিকে সরাসরি গেমিং ফোনের কাতারে ফেলছে। যারা লম্বা সময় ধরে হেভি ইউজ করতে চান, তাদের কাছে এই মডেলটা নিশ্চয়ই লোভনীয় হবে।
Xiaomi 16 সিরিজ
Xiaomi তার 16 সিরিজে আনতে চলেছে চারটি মডেল 16, 16 Pro, Pro Mini আর Ultra। এদের প্রত্যেকটিতেই থাকছে Snapdragon 8 Elite 2 প্রসেসর, 50MP ট্রিপল ক্যামেরা আর ৬৮০০ থেকে ৭৫০০mAh ব্যাটারি। ডিজাইনে অনেকেই বলছেন, iPhone 17-এর মতো কিছুটা ফ্লেভার পাওয়া যাবে। শাওমি বরাবরই মূল্যে আক্রমণাত্মক থাকে, তাই এই সিরিজও বাজারে বড়সড় প্রতিযোগিতা তৈরি করবে বলাই যায়।
Oppo Find X9 সিরিজ
Oppo-র Find X9 Ultra মডেলে আসতে পারে Snapdragon 8 Elite 2 প্রসেসর আর ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, যা 10x জুম সাপোর্ট করবে। অন্যদিকে সিরিজের বাকি মডেলগুলো চালিত হবে MediaTek Dimensity 9500 চিপে। ডিসপ্লে থাকবে 1.5K রেজোলিউশনের। এক কথায়, Oppo এবারও ক্যামেরা পারফরম্যান্সকে সামনে এনে প্রতিযোগীদের চ্যালেঞ্জ ছুড়তে চাইছে।
Realme GT 8 সিরিজ
Realme অক্টোবর ২০২৫-এ বাজারে আনবে GT 8 আর GT 8 Pro। দুটো মডেলেই থাকবে Snapdragon 8 Elite 2 চিপসেট, যার মধ্যে Pro মডেলে যুক্ত হবে 2K OLED ডিসপ্লে আর ৭০০০mAh ব্যাটারি। ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা এই ফোনকে ক্যামেরা সেন্ট্রিক ইউজারদের কাছে আকর্ষণীয় করে তুলবে। GT 8 Pro-তে থাকছে মেটাল ফ্রেম, হাই-হ্যাপটিক্স আর উন্নত স্পিকার সিস্টেম। এক কথায়, Realme এবার প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লিগে সিরিয়াস খেলোয়াড় হতে চাইছে।
Comments