Summary

Ulefone Armor 29 Pro 5G Thermal Version launched with a massive 21200mAh battery, thermal imaging camera, dual AMOLED display, and rugged IP68/IP69K protection for extreme outdoor and industrial use.

Article Body

স্মার্টফোন তো আমরা অনেক দেখি, কিন্তু এমন ডিভাইস খুব কমই আসে যেগুলো সত্যিই কঠিন পরিস্থিতিতে ভরসা দেওয়ার মতো। নতুন Ulefone Armor 29 Pro 5G Thermal Version ঠিক সেই ক্যাটাগরিতেই পড়ে। যাঁরা আউটডোর ট্রেকিং, ইন্ডাস্ট্রিয়াল কাজ বা জরুরি অবস্থার জন্য একটা আলাদা শক্তিশালী ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা তৈরি করা হয়েছে।

এটার সবচেয়ে বড় শক্তি হলো বিশাল 21,200mAh ব্যাটারি। একবার চার্জ দিলে সত্যিই কয়েক সপ্তাহ পর্যন্ত চার্জার নিয়ে ভাবতে হবে না এটা অতিরঞ্জন নয়, বরং রিয়েল-টাইম ইউজে পার্থক্য বোঝা যাবে। মজার ব্যাপার হলো, এই ব্যাটারিতে শুধু ফোনই নয়, অন্য ডিভাইসও চার্জ করা যায়। আসলে ফোনটা প্রয়োজনে পাওয়ারব্যাংকের মতোও কাজ করে। সাথে থাকছে 120W ফ্ল্যাশ চার্জিং, মানে এত বড় ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যাবে। তার ওপর 10W রিভার্স চার্জিং, তাই ট্রেকিং বা অফ-গ্রিড কাজের সময় একে সত্যিই জরুরি সঙ্গী বলা যায়।

Ulefone Armor 29 Pro 5G Thermal Version ডিসপ্লে

ফোনটিতে দেওয়া হয়েছে বড়সড় 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2400x1080 পিক্সেল আর 120Hz রিফ্রেশ রেট। আউটডোর রোদে চোখ কুঁচকে স্ক্রিন দেখার ঝামেলা নেই, কারণ এখানে পিক ব্রাইটনেস 2200 nits পর্যন্ত। এর পাশাপাশি একটি 1.04 ইঞ্চির সেকেন্ডারি AMOLED ডিসপ্লে-ও রাখা হয়েছে। এই ছোট ডিসপ্লে তেমন বড় কাজের জন্য নয়, তবে নোটিফিকেশন বা ছোটখাটো কন্ট্রোল চেক করার সময় কাজে লাগবে।

Ulefone Armor 29 Pro 5G Thermal Version পারফরম্যান্স আর স্টোরেজ

পারফরম্যান্সের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর, যা 5G সাপোর্টসহ স্মুথ পারফরম্যান্স দেয়। এটি Android 15-এ চলে। র‍্যামের দিকেও চমক আছে—16GB LPDDR5 র‍্যাম আর সাথে আরও 16GB এক্সটেন্ডেড র‍্যাম ব্যবহার করা যাবে। স্টোরেজ হিসেবে আছে 512GB UFS 3.1, চাইলে বাড়িয়ে 2TB পর্যন্ত নেওয়া সম্ভব।

Ulefone Armor 29 Pro 5G Thermal Version ক্যামেরা

এই ফোনের অন্যতম আকর্ষণ হলো এর প্রফেশনাল-গ্রেড থার্মাল ইমেজিং ফিচার। ইন্ডাস্ট্রিয়াল ও ইমার্জেন্সি কাজের জন্য এটি সত্যিই কার্যকরী হতে পারে। ক্যামেরা সেটআপও কম চমকপ্রদ নয় 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP ওয়াইড ম্যাক্রো লেন্স, আর সাথে 64MP নাইট ভিশন ক্যামেরা। সেলফি বা ভিডিও কলে জন্যও থাকছে শক্তিশালী 50MP ফ্রন্ট ক্যামেরা।

টেকসই বিল্ড আর কানেক্টিভিটি

ফোনটির IP68/IP69K রেটিং আর MIL-STD-810H সনদ প্রমাণ করে যে এটি ধুলো, পানি কিংবা ঝাঁকুনি, সবকিছুর বিরুদ্ধেই টেকসই। নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির দিক দিয়ে আছে প্রায় সব আধুনিক সুবিধা 5G, Wi-Fi 6E, GPS, Bluetooth 5.4, USB Type-C, এমনকি 3.5mm হেডফোন জ্যাক-ও।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)