২৮ আগস্ট বাজারে আসছে TVS Orbiter Electric Scooter, দামের লক্ষ্য ১ লাখ টাকার নিচে

TVS is set to launch its new electric scooter, likely called the TVS Orbiter, on 28 August 2025. Expected to be priced under ₹1 lakh, the scooter will compete with Bajaj Chetak and Ola S1 X in the entry-level EV segment.

Published on

দেশের অন্যতম জনপ্রিয় দুই-চাকার গাড়ি নির্মাতা টিভিএস এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, তাদের নতুন ইলেকট্রিক স্কুটার আসছে আগামী ২৮ আগস্ট, ২০২৫-এ। বাজারে জোরালো গুঞ্জন, এই নতুন মডেলের নাম হতে পারে টিভিএস অরবিটার, কারণ সম্প্রতি এই নামটি ট্রেডমার্ক করেছে কোম্পানি। লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্রেও ঢাকা দেওয়া একটি স্কুটারের ছবি দেখা গেছে, পিছনে স্পষ্টভাবে ‘O’ অক্ষর, যা অনেককেই অরবিটার নামের দিকে ইঙ্গিত করছে।

Google Advertisement

বর্তমানে টিভিএস-এর সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক মডেল হলো iQube। এর দাম শুরু হয় প্রায় ১ লাখ টাকা থেকে, আর টপ-স্পেক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য পৌঁছে যায় ১.৫৯ লাখ টাকায়। তবে এবার শোনা যাচ্ছে, টিভিএস একেবারে নতুন এন্ট্রি-লেভেল ইভি বাজারে আনতে চাইছে, যার দাম সম্ভবত ১ লাখ টাকার নিচে রাখা হবে। লক্ষ্য একেবারে পরিষ্কার, ওলা এস১ এক্স-এর বেস মডেল আর বাজাজ চেতকের লোয়ার ভ্যারিয়েন্টকে সরাসরি টার্গেট করা। দাম যদি সত্যিই প্রতিযোগিতামূলক হয়, তবে এই সেগমেন্টে বড়সড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

Google Advertisement

TVS Orbiter Electric Scooter ডিজাইন

Google Advertisement

শুধু ভারত নয়, ইন্দোনেশিয়াতেও টিভিএস একটি নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন পেটেন্ট করেছে। সেখানকার প্রকাশিত স্কেচে দেখা যাচ্ছে বেশ প্রিমিয়াম লুক- চিকন বডি, বড় আকারের চাকা, আর সুইংআর্ম-মাউন্টেড মোটর। এখন প্রশ্ন হচ্ছে, এটাই কি সেই অরবিটার নাকি অন্য কোনো নতুন প্রোডাক্ট? কোম্পানি এখনো কিছু স্পষ্ট করেনি। তবে যদি এই ডিজাইনই বাস্তবে রূপ নেয়, তাহলে এটি নিঃসন্দেহে নজরকাড়া হবে।

একটি কম্পিউটার-জেনারেটেড রেন্ডারও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে প্রোডাকশন-রেডি ভার্সনের সম্ভাব্য রূপের ঝলক দেখা গেছে। রেন্ডারটি যদি বাস্তবের কাছাকাছি হয়, তবে বলা যায়- টিভিএস একেবারে সিরিয়াসভাবে এই সেগমেন্টে শক্ত অবস্থান নিতে চাইছে। বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা জিনিস নিশ্চিত, ২৮ আগস্টে নজর থাকবে সবার টিভিএস-এর দিকে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website