Summary

Tecno is set to launch the ultra-slim Spark Slim smartphone in India by late 2025, featuring a sleek design, dual camera, and 5,200mAh battery.

Article Body

Tecno Spark Slim ভারতের বাজারে আসছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন
Tecno Spark Slim ভারতের বাজারে আসছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন
২০২৫ সালের মার্চে চীনের স্মার্টফোন ব্র্যান্ড Tecno তাদের নতুন কনসেপ্ট “Spark Slim” মডেলটি Mobile World Congress (MWC) 2025-এ উপস্থাপন করেছিল। তখন এটি শুধুই একটি ধারণা-ভিত্তিক ফোন ছিল। এখন খবর আসছে, ২০২৫ সালের শেষের দিকে এই অত্যন্ত পাতলা ডিভাইসটি ভারতের বাজারেও আনতে চলেছে Tecno।

NBT-এর হিন্দি প্রযুক্তি প্রকাশনা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, Tecno এই স্মার্টফোনটি ভারতের বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির পুরুত্ব মাত্র ৫.৯৫ মিমি হতে পারে এবং দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। যদিও “Spark Slim” নামটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী এটি হতে পারে সেই একই ফোন। MWC-এ প্রদর্শিত প্রোটোটাইপটির পুরুত্ব ছিল ৫.৭৫ মিমি। নতুন রিপোর্ট অনুযায়ী, চূড়ান্ত মডেলটি প্রায় ০.২ মিমি বেশি পুরু, যা এখনও অত্যন্ত পাতলা।

ফোনটির ব্যাটারি সম্ভাব্যভাবে ৫,২০০mAh হবে, ঠিক যেমন প্রোটোটাইপে দেখানো হয়েছিল। যদি এটি সত্যি হয়, তবে Tecno-এর জন্য এটি হতে যাচ্ছে প্রথম ফ্ল্যাগশিপ “Spark” ফোন, কারণ সাধারণত Spark সিরিজটি বাজেট ফোনের জন্য ব্যবহৃত হতো। তবে, চূড়ান্ত প্রোডাক্টের নাম “Spark Slim” হবে কি না তা এখনও নিশ্চিত নয়—এটি কেবল অনুমান মাত্র।

Tecno Spark Slim ডিজাইন এবং ফিচার

Tecno Spark Slim-এর ডিজাইন iPhone 17 Air-এর মত লুক নিয়ে এসেছে। উপরের দিকে একটি বড় ক্যামেরা বার আছে যা চোখে পড়ার মতো। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আছে একটি ফিউচারিস্টিক “breathing light”। পিছনের প্যানেল গ্লাসের তৈরি এবং চকচকে ফিনিশ রয়েছে। ফোনটি পাতলা হলেও এটির রাউন্ড করা এজ এবং কার্ভড ফর্ম ফ্যাক্টর এটিকে প্রিমিয়াম লুক দেয়। ক্যামেরা বাম্প অবশ্যই চোখে পড়বে।

Tecno Spark Slim স্পেসিফিকেশন

প্রতিবেদন অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪Hz AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৪,৫০০ নিট পর্যন্ত হতে পারে। রিয়ার ক্যামেরা হবে ৫০MP এবং সেলফি ক্যামেরা ১৩MP। ব্যাটারি হবে ৫,২০০mAh, সাথে ৪৫W USB-C ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

যদিও এখনো এটি প্রাথমিক লিকের পর্যায়, তাই সব তথ্য একেবারেই নিশ্চিত নয়। তবুও Tecno-এর এই পাতলা স্মার্টফোন বাজারে আনার খবর প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। আসল মডেলটি বাজারে আসলে কেমন দেখাবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)