Summary

Samsung Galaxy S25 FE price and full specifications leaked ahead of launch. The phone may start at $649, featuring Exynos 2400 chip, 6.7-inch AMOLED display, triple rear cameras, and a 4900mAh battery.

Article Body

ফাঁস হলো Samsung Galaxy S25 FE-এর দাম ও স্পেসিফিকেশন, চার রঙে আসছে নতুন ফ্যান এডিশন
ফাঁস হলো Samsung Galaxy S25 FE-এর দাম ও স্পেসিফিকেশন, চার রঙে আসছে নতুন ফ্যান এডিশন
সামসাং-এর গ্যালাক্সি এস২৫ এফই নিয়ে জল্পনা আরও জোরালো হলো। মার্কিন বাজারে ফোনটির দাম ফাঁস হয়েছে এক প্রাথমিক রিটেল লিস্টিংয়ের মাধ্যমে। সেখানে জানা গেছে, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে ৬৪৯.৯৯ ডলার থেকে, আর ২৫৬ জিবি মডেলের দাম রাখা হতে পারে ৭০৯.৯৯ ডলার। দুই সংস্করণেই থাকছে ৮ জিবি র‌্যাম।

ফোনটি বাজারে আসবে চারটি রঙে জেট ব্ল্যাক, আইস ব্লু, নেভি আর টাইটানিয়াম। আগেই ফাঁস হওয়া প্রমোশনাল ছবি আর রেন্ডার থেকে ধারণা পাওয়া গেছে, পুরো ডিজাইন প্রায় নিশ্চিত।

ডিসপ্লের দিক থেকে, গ্যালাক্সি এস২৫ এফই তে থাকছে ৬.৭ ইঞ্চির এফএইচডি+ (২৩৪০x১০৮০) অ্যামোলেড স্ক্রিন, যেখানে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। স্ক্রিনটি সুরক্ষিত থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ দ্বারা। ফোন চালিত হবে স্যামসাং-এর এক্সিনস ২৪০০ চিপসেট দিয়ে যা আগের বছর এস২৪ এবং এস২৪ প্লাস মডেলেও ব্যবহার হয়েছিল। শুরু থেকেই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১৬, তার উপর স্যামসাং-এর ওয়ান ইউআই ৮।

ক্যামেরা সেটআপও বেশ আকর্ষণীয়। পেছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর, সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড আর ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৩ গুণ অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউটে থাকছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারির ক্ষেত্রে ফোনে থাকছে ৪,৯০০ এমএএইচ ক্ষমতার সেল, সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং আর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিভাইসটির বডি পুরুত্ব হবে মাত্র ৭.৪ মিমি মানে, সিরিজের আগের মডেলের মতোই স্লিম ফিনিশ বজায় থাকছে।

বক্সে যা যা থাকবে তা নিয়েও আগ্রহ কম নয়। জানা গেছে, ডিভাইসের সঙ্গে ব্যবহারকারীরা পাবেন একটি ইউএসবি টাইপ-সি টু টাইপ-সি কেবল এবং সিম ইজেক্টর টুল। তবে চার্জার এবারও থাকছে না স্যামসাং-এর সাম্প্রতিক নীতিই যেন চলতে থাকছে।

সব মিলিয়ে গ্যালাক্সি এস২৫ এফই কেবল দাম নয়, ডিজাইন ও ফিচারের দিক থেকেও আলোচনায় জায়গা করে নিয়েছে। এখন দেখার বিষয়, আনুষ্ঠানিক লঞ্চের পর বাজারে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন হয়।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)