Article Body
লঞ্চের সময় Galaxy S22 Ultra 5G এর দাম রাখা হয়েছিল প্রায় ১,০৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৬৯,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ৪০ হাজার টাকার বিশাল ছাড় মিলছে। এখানেই শেষ নয়, যদি সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা হয়, তাহলে আরও ৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। সেই হিসাবে ফোনটির কার্যকরী দাম দাঁড়াচ্ছে ৬৯,৪৯৯ টাকা। উপরন্তু, এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৩,১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। স্বাভাবিকভাবেই, সীমিত স্টক থাকায় এই অফার মুহূর্তেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Samsung Galaxy S22 Ultra 5G ফিচার
ডিজাইন আর ডিসপ্লের দিক থেকে এই ফোন এখনও প্রিমিয়াম ফ্ল্যাগশিপের মতোই মনে হয়। ডিভাইসটিতে আছে ৬.৮ ইঞ্চির QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যেখানে ১Hz থেকে ১২০Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সমর্থিত। ফলে স্ক্রলিং হোক বা গেমিং, ব্যবহারকারীর অভিজ্ঞতা থাকে বেশ মসৃণ। এতে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর, যা আজকের দিনে নতুন না হলেও হাই-এন্ড পারফরম্যান্স দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। সফটওয়্যারের দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই, এটি চলছে অ্যান্ড্রয়েড ১৫ এ, তাই সিস্টেম আপডেট ও নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন।
ব্যাটারি সেকশনে রয়েছে ৫০০০mAh ক্ষমতার ব্যাটারি, যা সহজেই দীর্ঘক্ষণ ব্যবহারযোগ্য। এর সাথে ৪৫W ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যায়, ফলে অল্প সময়ে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। ক্যামেরার ক্ষেত্রেও Galaxy S22 Ultra 5G এখনও দুর্দান্ত। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনের ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা আজও প্রতিযোগিতামূলক মান ধরে রেখেছে।
Samsung Galaxy S22 Ultra 5G আকর্ষণীয় অফার
স্মার্টফোন ক্রেতাদের অনেকেই পরবর্তী ফ্ল্যাগশিপের অপেক্ষায় থাকেন। কিন্তু যাঁরা তুলনামূলক কম বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই অফার নিঃসন্দেহে লোভনীয়। দাম, ব্যাংক অফার আর এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে Galaxy S22 Ultra 5G এর মূল্য আরও কমে যাচ্ছে। সত্যি বলতে, নতুন মডেল আসার অপেক্ষা না করে এখনই এই ফোন কেনা অনেকের কাছে স্মার্ট ডিসিশন হতে পারে।
Comments