Article Body
সবচেয়ে বড় আকর্ষণ হলো, ডিভাইসটি চলবে Android 15 ভিত্তিক One UI 7 সিস্টেমে। সাথেই থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং IP54 রেটিং, যা ফোনটিকে ধুলো আর হালকা পানির ছিটে থেকে রক্ষা করবে। বাজেট ফোনে এ ধরনের ফিচার রাখা নিঃসন্দেহে বেশ সাহসী পদক্ষেপ বলা চলে। ব্যবহারকারীদের জন্য এটা হয়তো একধরনের বাড়তি নিশ্চিন্তি।
Samsung Galaxy F17 5G: দাম ও ভ্যারিয়েন্ট
লিক হওয়া তথ্য অনুযায়ী, Galaxy F17 5G দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। বেস মডেলে থাকবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যার দাম শোনা যাচ্ছে প্রায় ১৪,৪৯৯ টাকা। অন্যদিকে, হাই-এন্ড ভ্যারিয়েন্টে থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, আর তার দাম হতে পারে প্রায় ১৫,৯৯৯ টাকা।
দুই ভ্যারিয়েন্টের দামই সরাসরি বাজেট 5G ক্রেতাদের টার্গেট করছে। তবে ১৫ হাজার টাকার নিচে Samsung ব্র্যান্ডের ফোন পাওয়া মানেই ক্রেতাদের জন্য এটি একটি শক্তিশালী অপশন হতে চলেছে।
Samsung Galaxy F17 5G স্পেসিফিকেশন
নতুন Galaxy F17 5G মডেলে থাকতে পারে ৬.৭-ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশনও থাকতে পারে বলে ধারণা।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটি আসতে পারে Exynos 1330 প্রসেসরের সাথে। One UI 7-এ চলা এই ডিভাইস Geekbench টেস্টে ৯৭৫ সিঙ্গল-কোর এবং ২২৪২ মাল্টি-কোর স্কোর পেয়েছে। অর্থাৎ, ফোনের পারফরম্যান্স যে বেশ মজবুত হবে, তার ইঙ্গিত স্পষ্ট।
ক্যামেরা সেকশনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি আর ভিডিও কলের জন্য সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। বাজেট ফোনে এই ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে।
এবার আসা যাক ব্যাটারির কথায়। ফোনে থাকবে ৫,০০০ mAh ব্যাটারি, যার সাথে থাকবে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। উপরন্তু, IP54 রেটিংয়ের পাশাপাশি Samsung Knox সিকিউরিটি যুক্ত হওয়ায় ফোনটি সুরক্ষার দিক থেকেও নির্ভরযোগ্য মনে হচ্ছে।
সব মিলিয়ে Galaxy F17 5G যদি এই দামে আসে, তবে বলা যায় বাজারে বাজেট সেগমেন্টে আবারও জোরালো লড়াই শুরু হবে। ক্রেতাদের জন্য অপশন বেড়ে যাওয়া সবসময়ই ভালো খবর।
Comments