Summary

স্যামসাং Galaxy F06 5G এখন ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। মাত্র ৮,৪৯৯ টাকায় মিলছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 90Hz ডিসপ্লে ও দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সুবিধা।

Article Body

Samsung Galaxy F06 5G বাজেট সেগমেন্টে দুর্দান্ত অফার, কম দামে মিলছে শক্তিশালী ফিচার
Samsung Galaxy F06 5G বাজেট সেগমেন্টে দুর্দান্ত অফার, কম দামে মিলছে শক্তিশালী ফিচার
স্যামসাং এর নতুন বাজেট 5G স্মার্টফোন Samsung Galaxy F06 5G এখন কম দামে পাওয়ার দারুণ সুযোগ মিলছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটি বর্তমানে বেশ সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে। বাজেট ফোন হলেও এর ফিচার দেখে অবাক হতেই হয়, শক্তিশালী 50MP ক্যামেরা সেটআপ, বড়সড় 5000mAh ব্যাটারি আর দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সাপোর্ট। সত্যি বলতে, এই দামে এতকিছু পাওয়া সাধারণত সহজ নয়। তবে অফার কেবল কিছুদিনের জন্যই, তাই যারা নতুন ফোন নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এটি হতে পারে সঠিক সময়।

স্যামসাং Galaxy F06 5G এর 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম রাখা হয়েছিল 9,499 টাকা। কিন্তু এখন সরাসরি 1,000 টাকার ছাড়ে ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র 8,499 টাকায়। তার উপর আছে ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বোনাস, ফলে দাম আরও কমে আসবে। সত্যি বলতে, বাজেট সেগমেন্টে এত ফিচারসহ ফোন এত কম দামে পাওয়া বেশ বিরল ব্যাপার।

Samsung Galaxy F06 5G অফার

Galaxy F06 5G ফোনটি বাজারে দুটি রঙে মিলছে, জেড গ্রীন আর টোয়াইলাইট ব্লু। যারা অনলাইন পেমেন্ট করেন, তাদের জন্যও আছে বাড়তি সুবিধা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক অথবা ফ্লিপকার্ট এসবিআই কার্ড দিয়ে কেনাকাটা করলে 425 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। আর পুরনো ফোন বদলে নিলে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যেতে পারে, যদিও সেটি আপনার পুরনো মডেলের অবস্থা এবং দামের উপর নির্ভর করবে।

Samsung Galaxy F06 5G ফিচার

Galaxy F06 5G মূলত তৈরি করা হয়েছে সেইসব ব্যবহারকারীর জন্য যারা বাজেটে একটি 5G স্মার্টফোন খুঁজছেন। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা হবে আগের থেকে অনেক বেশি স্মুথ।

প্রসেসরের দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6100+ চিপসেট, যা দৈনন্দিন কাজকর্ম কিংবা মাঝারি মানের গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী।

ক্যামেরার দিকেও কোম্পানি নজর দিয়েছে। Galaxy F06 5G-তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি বা ভিডিও কলে সাহায্য করবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির ক্ষেত্রেও ফোনটি বেশ পাওয়ারফুল। ৫,০০০ mAh ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে দীর্ঘক্ষণ ব্যবহার করেও খুব একটা চিন্তা করতে হবে না।

Samsung Galaxy F06 5G সফটওয়্যার আপডেট ও স্টোরেজ

ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক One UI 6.1 ইন্টারফেসে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে, এই ডিভাইস ৪ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট আর ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। এটা বাজেট ফোনের ক্ষেত্রে বেশ বড়সড় সুবিধা।

স্টোরেজ ভ্যারিয়েন্টের দিক থেকে Galaxy F06 5G পাওয়া যাচ্ছে ৪ জিবি এবং ৬ জিবি RAM-এ, সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। চাইলে microSD কার্ড ব্যবহার করে মেমোরি আরও বাড়ানো যাবে।

সব মিলিয়ে বলতে গেলে, স্যামসাং এর এই ফোন বাজেট ক্রেতাদের জন্য একটি শক্তিশালী অপশন হয়ে উঠেছে। কম দামে ভালো পারফরম্যান্স, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট আর স্যামসাং ব্র্যান্ডের ভরসা, সবকিছু মিলিয়ে Galaxy F06 5G হয়তো অনেকের বাজেটের ভেতরে সেরা চয়েস হতে পারে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)