Article Body
রয়্যাল এনফিল্ড তাদের জনপ্রিয় Guerrilla 450 মডেলে এবার এনেছে এক নতুন চমক। কোম্পানিটি বাজারে উন্মোচন করেছে Shadow Ash নামে এক বিশেষ কালার অপশন, যার দাম রাখা হয়েছে চেন্নাই এক্স-শোরুমে ২.৪৯ লাখ টাকা। এই নতুন সংস্করণটি এসেছে Dash ভ্যারিয়েন্টের অংশ হিসেবে এবং সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত ব্র্যান্ডের GRRR Nights X Underground ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। ইভেন্টে শুধু বাইক প্রদর্শনই নয়, ছিল ড্র্যাগ রেস, ড্রিফট শো এবং স্ট্রিট পারফরম্যান্সও, যা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে।
Shadow Ash রঙে Royal Enfield Guerrilla 450-এর নতুন চেহারা
নতুন কালার স্কিমে বাইকটির ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে ম্যাট অলিভ গ্রিন, আর বাকি অংশে দেখা যায় কালো শেডের ডিটেইলস। এর ফলে বাইকটির চেহারায় এসেছে একধরনের ‘স্টেলথ’ বা লুকিয়ে থাকা যোদ্ধার ভাব, তবুও আগের মতোই বজায় রয়েছে তার শক্তিশালী এবং পেশিবহুল সিলুয়েট। Dash ভ্যারিয়েন্টে অতিরিক্তভাবে যোগ হয়েছে Tripper Dash TFT ডিসপ্লে, যেখানে গুগল ম্যাপস ইন্টিগ্রেশনসহ কানেক্টিভিটি ফিচার রয়েছে। এই সুবিধা দীর্ঘ ভ্রমণ কিংবা শহরের রাস্তায় দৈনন্দিন যাতায়াত দু’ক্ষেত্রেই রাইডারকে বাড়তি স্বস্তি দেবে।
Royal Enfield Guerrilla 450 ইঞ্জিন
Royal Enfield Guerrilla 450-এর ইঞ্জিনের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি। এখানে ব্যবহার করা হয়েছে সেই পরিচিত ৪৫২ সিসি সিঙ্গল-সিলিন্ডার শেরপা ইঞ্জিন, যা উৎপাদন করে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৪০ নিউটন মিটার টর্ক। বাইকটি তৈরি হয়েছে স্টিল টুইন-স্পার ফ্রেমে, যেখানে রয়েছে Showa সাসপেনশন এবং চওড়া প্রোফাইলের টায়ার। এগুলো মিলিয়ে বাইকটিকে আরও স্থিতিশীল, চটপটে এবং শহুরে ব্যবহারের জন্য কার্যকর করে তুলেছে।
রয়্যাল এনফিল্ডের এই পদক্ষেপকে অনেকে আবার একটু সাহসী বলতেই পারেন। কারণ, নতুন রঙের সংযোজন হয়তো দেখতে ছোট ব্যাপার, কিন্তু এটি প্রমাণ করে যে কোম্পানি ক্রেতাদের পছন্দ এবং ট্রেন্ডকে গুরুত্ব দিচ্ছে। Guerrilla 450-কে যারা ইতিমধ্যেই পছন্দ করেছেন, তাদের কাছে Shadow Ash ভ্যারিয়েন্ট হতে পারে আরও এক আকর্ষণীয় বিকল্প।
Comments