Summary

Rollme Hero T5 smartwatch launched globally with ECG, heart rate, SpO2, and fitness tracking features. Comes with AMOLED display, Bluetooth calling, 30-day standby battery, and affordable price.

Article Body

Rollme Hero T5 স্মার্টওয়াচ লঞ্চ হল, হাতের কব্জি থেকেই মাপা যাবে ECG
Rollme Hero T5 স্মার্টওয়াচ লঞ্চ হল, হাতের কব্জি থেকেই মাপা যাবে ECG
স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং স্বাস্থ্য নজরদারির এক নতুন সঙ্গী। এ দৌড়ে নতুন নাম যোগ করেছে Rollme Hero T5, যেটি বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। কোম্পানির দাবি, ঘড়িটি মূলত সেই ব্যবহারকারীদের মাথায় রেখেই বানানো হয়েছে যারা ফিটনেস, ওয়েলনেস আর প্রতিদিনের সংযোগ- তিনটাকেই একসঙ্গে গুরুত্ব দেন। আর সবচেয়ে আলোচিত ফিচার হলো এর ECG মাপার সুবিধা, যা হাতের কব্জি থেকে সরাসরি নেওয়া সম্ভব। অনেকেই এটিকে একটি সাহসী পদক্ষেপ বলছেন, কারণ এতদিন পর্যন্ত এ ধরনের নির্ভুল ফিচার সাধারণত প্রিমিয়াম ডিভাইসেই দেখা যেত।

Rollme Hero T5 স্মার্টওয়াচের ফিচার

Rollme Hero T5 এসেছে 1.43-ইঞ্চির গোলাকার AMOLED ডিসপ্লে নিয়ে, যা বেশ শার্প ও রঙিন ভিজ্যুয়াল দেয়। ঘড়িটির মেটাল বডি দেখতে শক্তপোক্ত, আর এতে রয়েছে দুইটি ফিজিক্যাল বাটন, একটি ঘূর্ণনযোগ্য ক্রাউন নেভিগেশনের জন্য এবং আরেকটি আলাদা ECG সেন্সর বাটন। ব্লুটুথ কলিং সুবিধাও রয়েছে, কারণ ঘড়ির ভেতরে মাইক্রোফোন ও স্পিকার ইন্টিগ্রেট করা হয়েছে। আর যেহেতু এটি IP68 রেটিং সাপোর্ট করে, তাই ধুলো কিংবা পানি নিয়ে ভাবনার খুব একটা কারণ নেই।

এর আসল শক্তি লুকিয়ে আছে স্বাস্থ্য-সংক্রান্ত ফিচারগুলোতে। ECG ছাড়াও রয়েছে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, রক্তচাপ, স্ট্রেস লেভেল, শরীরের তাপমাত্রা, ঘুমের সাইকেল এমনকি বডি কম্পোজিশন পর্যন্ত ট্র্যাক করার সুবিধা। বিশেষ এক্সামিনেশন মোডে সব তথ্য একসঙ্গে দেখায়, যেটা ব্যবহারকারীদের জন্য বেশ সহায়ক হতে পারে। খেলাধুলা বা ফিটনেস ট্রেনিং করা মানুষদের জন্যও আছে রিয়েল-টাইম অ্যাক্টিভিটি ট্র্যাকিং। তবে এটি কতটা নির্ভুল হবে, সেটি অবশ্য ব্যবহারকারীর হাতে পরীক্ষার পরই বোঝা যাবে।

Rollme Hero T5 ব্যাটারি ও দাম

ঘড়িটিতে রয়েছে 450mAh ব্যাটারি, যা একবার চার্জে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। নিয়মিত ব্যবহারে সময় কমে আসবে, তবে তবুও এ ব্যাটারি পারফরম্যান্স ব্যবহারকারীদের নিরাশ করবে না বলেই আশা। অন্যদিকে স্মার্টওয়াচে আছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, নোটিফিকেশন এলার্ট, মিউজিক কন্ট্রোল ও ওয়াচ ফেস কাস্টমাইজ করার সুবিধা।

Rollme Hero T5 বাজারে এসেছে কালো এবং সিলভার, এই দুই রঙে। দাম রাখা হয়েছে প্রায় ৪,৩০০ টাকা (৪৯ ডলার)। কোম্পানি প্রথম 100 ক্রেতার জন্য বিশেষ অফারও দিচ্ছে, অফিসিয়াল স্টোর থেকে কিনলে সিলিকন স্ট্র্যাপের সঙ্গে অতিরিক্ত একটি লেদার স্ট্র্যাপ ও একটি স্টেইনলেস স্টিল স্ট্র্যাপ একেবারে ফ্রি।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)