দুর্ধর্ষ ফিচারের সাথে লঞ্চ হল Redmi Note 15 Pro+ ও Redmi Note 15 Pro থাকছে 7000mAh ব্যাটারি ও শক্তিশালী ক্যামেরা

Redmi Note 15 Pro and Pro+ launched with 7000mAh battery, powerful cameras, fast charging, and competitive pricing. Full specs and price details here.

Published on

শাওমি অবশেষে চীনা বাজারে নিয়ে এলো তাদের নতুন Redmi Note 15 Pro সিরিজ। এই সিরিজে থাকছে দুটি ফোন Redmi Note 15 Pro আর Redmi Note 15 Pro+দুটোতেই রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, মজবুত বডি আর পুরোপুরি ওয়াটারপ্রুফ ডিজাইন। শুধু তাই নয়, ফোনগুলিতে দেওয়া হয়েছে চার-চারটি IP রেটিং (IP66, IP68, IP69, IP69K) মানে পানি বা ধুলোয় কিছুতেই ভয় নেই। এখন প্রশ্ন, দাম কত আর ফিচারগুলোতে কী বিশেষত্ব আছে? একবার বিস্তারিত দেখে নেওয়া যাক।

Redmi Note 15 Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার

Google Advertisement

ডিজাইন ও ডিসপ্লে

Redmi Note 15 Pro সিরিজে পাওয়া যাবে আধুনিক ডিজাইন ও বড়সড় ডিসপ্লে। ফোনের বেজেল অনেক পাতলা রাখা হয়েছে, ফলে স্ক্রিন-টু-বডি রেশিও বেশি। ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে AMOLED প্যানেল, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এর সঙ্গে থাকছে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, HDR10+ Dolby Vision সাপোর্ট। ফলে গেমিং, ভিডিও দেখা কিংবা সাধারণ ব্যবহার সব ক্ষেত্রেই ডিসপ্লে অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত।

প্রসেসর ও পারফরম্যান্স

Redmi Note 15 Pro মডেলটি চালিত হচ্ছে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা। অন্যদিকে Redmi Note 15 Pro+ মডেলে আছে আরও শক্তিশালী MediaTek Dimensity 8300 Ultra প্রসেসরদুটি ফোনেই সর্বোচ্চ 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। তাই মাল্টিটাস্কিং, হাই-গ্রাফিক্স গেমিং কিংবা হেভি অ্যাপ ব্যবহার সব ক্ষেত্রেই পারফরম্যান্স হবে দ্রুত ও স্মুথ।

Google Advertisement

ক্যামেরা সেটআপ

Redmi Note 15 Pro-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর মধ্যে আছে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর (f/1.5, OIS সহ), 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা।

অন্যদিকে Redmi Note 15 Pro+ মডেলে ক্যামেরা আরও উন্নত। এখানে রয়েছে 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর (OIS সহ), একটি 50MP টেলিফটো লেন্স যা 2.5x অপটিক্যাল জুম সমর্থন করে, এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলে ব্যবহারের জন্য আছে 32MP ফ্রন্ট ক্যামেরা। দুটি মডেলেই 4K ভিডিও রেকর্ডিং, AI Portrait, Magic Eraser এবং বিভিন্ন ক্রিয়েটিভ ফটোগ্রাফি মোড দেওয়া হয়েছে।

ব্যাটারি ও চার্জিং সুবিধা

Google Advertisement

Redmi Note 15 Pro এবং Pro+ দুটিতেই রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, যা এখন পর্যন্ত Note সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি। তবে চার্জিং স্পিডে রয়েছে পার্থক্য। Redmi Note 15 Pro সমর্থন করে 45W ফাস্ট চার্জিং, আর Pro+ মডেল সমর্থন করে 90W ফাস্ট চার্জিং। এছাড়া উভয় মডেলেই 22.5W রিভার্স চার্জিং সুবিধা দেওয়া হয়েছে, যার মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করাও সম্ভব

Redmi Note 15 Pro এর দাম

Redmi Note 15 Pro তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৮,৩০০ টাকা), তবে প্রথম সেলে মিলবে ১,৩৯৯ ইউয়ান বা প্রায় ১৭,০০০ টাকায়। 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৭০০ টাকা), সেল অফারে পাওয়া যাবে ১,৫৯৯ ইউয়ানে (প্রায় ১৯,৫০০ টাকা)। সবচেয়ে বড় ভ্যারিয়েন্ট 12GB+512GB, যার দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২৩,০০০ টাকা), আর সেলে এটি পাওয়া যাবে ১,৭৯৯ ইউয়ানে (প্রায় ২১,৯০০ টাকা)।

Redmi Note 15 Pro+ এর দাম

Redmi Note 15 Pro+ এর দাম শুরু হয়েছে 12GB+256GB ভ্যারিয়েন্ট থেকে, যার অফিসিয়াল প্রাইস ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,৪০০ টাকা)। প্রথম সেলে পাওয়া যাবে ১,৮৯৯ ইউয়ানে (প্রায় ২৩,০০০ টাকা)। 12GB+512GB ভ্যারিয়েন্টের দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৮০০ টাকা), তবে সেলে এটি ২,০৯৯ ইউয়ান বা প্রায় ২৫,৬০০ টাকায় মিলবেসবচেয়ে শক্তিশালী 16GB+512GB ভ্যারিয়েন্টের দাম ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৯,২০০ টাকা), প্রথম সেলে পাওয়া যাবে ২,২৯৯ ইউয়ান বা প্রায় ২৮,০০০ টাকায়এছাড়া একটি বিশেষ Satellite Messaging Edition ভ্যারিয়েন্ট এসেছে, যার দাম ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩০,৪০০ টাকা), আর সেলে পাওয়া যাবে ২,৩৯৯ ইউয়ান বা প্রায় ২৯,২০০ টাকায়

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website