Realme P4 Pro স্পেশাল সেল ৫,০০০ টাকা ছাড়ে নতুন ফোন

Realme P4 Pro 5G-এর 12 ঘন্টার স্পেশাল সেল ২৯ আগস্ট থেকে শুরু। ৫,০০০ টাকা ছাড়ে কিনুন ৮GB/১২GB ভ্যারিয়েন্ট, ৭,০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফিচারের সঙ্গে। Flipkart, Realme ওয়েবসাইট ও লিডিং স্টোর থেকে কেনা যাবে।

Published on

যদি আপনি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাহলে একটা ভালো খবর আছে। Realme আজ তাদের নতুন Realme P4 Pro-এর ১২ ঘন্টার স্পেশাল সেলের ঘোষণা করেছে। এই সেল ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হয়ে মধ্যরাত্রি পর্যন্ত চলবে। এই সময়ে ফোনটি আগের সেলের মতোই ৫,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। স্পেশাল সেলের মাধ্যমে ফোনটি প্রায় ১৯,৯৯৯ টাকার প্রাথমিক কার্যকরী দামে কেনা সম্ভব।

নতুন Realme P4 Pro ফোনটি শক্তিশালী ফিচারের সঙ্গে আসে। এতে ৭,০০০mAh ব্যাটারি রয়েছে, এবং ডিসপ্লে ও ক্যামেরাও বেশ প্রভাবশালী। যারা ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি লাইফকে গুরুত্ব দেন, তাদের জন্য এটা বিশেষ আকর্ষণীয় হতে পারে। আসুন বিস্তারিতভাবে দেখা যাক এর দাম, অফার এবং ফিচারের সব কিছু।

Google Advertisement

৫,০০০ টাকা ছাড়ে Realme P4 Pro

ভারতে Realme P4 Pro 5G-এর দাম ৮GB+১২৮GB ভ্যারিয়েন্টের জন্য ২৪,৯৯৯ টাকা, ৮GB+২৫৬GB ভ্যারিয়েন্টের জন্য ২৬,৯৯৯ টাকা এবং ১২GB+২৫৬GB ভ্যারিয়েন্টের জন্য ২৮,৯৯৯ টাকা। ফোনটি বার্থ উড, ডার্ক ওক উড এবং মিডনাইট আইভি রঙে পাওয়া যাবে।

Google Advertisement

কোম্পানি ফোনটির জন্য ৩,০০০ টাকার ব্যাংক অফার এবং ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই অফারগুলো ব্যবহার করলে ৮GB+১২৮GB ভ্যারিয়েন্ট কিনা সম্ভব হবে ১৯,৯৯৯ টাকায়, ৮GB+২৫৬GB ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায়, এবং ১২GB+২৫৬GB ভ্যারিয়েন্ট ২৩,৯৯৯ টাকায়। এই ১২ ঘন্টার সেল শুধু Flipkart নয়, Realme-এর নিজস্ব ওয়েবসাইট ও লিডিং স্টোর থেকেও করা যাবে। এছাড়া ৩ মাসের নো-কস্ট EMI সুবিধা মিলছে।

Realme P4 Pro 5G-এর বিশেষ ফিচার

Google Advertisement

Realme P4 Pro 5G-তে রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৮০০ পিক্সেল) AMOLED 4D কার্ভ+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz, পিক ব্রাইটনেস ৬৫০০ নিটস এবং ৪৩২০Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং। ডিসপ্লেটি কর্নিং গরিল্লা গ্লাস ৭i প্রোটেকশন দিয়ে সুরক্ষিত।

ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, ১২GB পর্যন্ত LPDDR4X RAM এবং ২৫৬GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। এটি Android 15-ভিত্তিক Realme UI 6-এ চলে। AI-পাওয়ারড HyperVision চিপসেটের সাহায্যে গেমপ্লে, ফ্রেম রেট এবং লাইটিং আরও উন্নত করা যায়। ১.৫K রেজোলিউশনে ১৪৪fps-এ BGMI খেলা সম্ভব। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ৭,০০০ sqmm এয়ারফ্লো VC কুলিং সিস্টেমও আছে।

ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল OV50D ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা ৬০fps-এ ৪K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

৭,০০০mAh ব্যাটারি ৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১০W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনে ৫G, ৪G, Wi-Fi 6, ব্লুটুথ ৫.৪, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। IP65 এবং IP66 রেটিং সহ নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের মোটা মাত্রা ৭.৬৮ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website