Summary

Realme P4 5G goes on its first sale in India via Flipkart from August 25. Check full details on price, variants, launch offers, colors, and key specifications including 7000mAh battery, 144Hz AMOLED display, and MediaTek Dimensity 7400 chipset.

Article Body

ফ্লিপকার্টে শুরু হলো Realme P4 5G-এর প্রথম সেল, জেনে নিন দাম ও ফিচার
ফ্লিপকার্টে শুরু হলো Realme P4 5G-এর প্রথম সেল, জেনে নিন দাম ও ফিচার
ভারতের স্মার্টফোন বাজারে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করল Realme P4 5G। দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে এই ফোনের প্রথম সেল লাইভ হয়েছে। গত সপ্তাহেই কোম্পানি একসঙ্গে Realme P4 Pro এবং এর বেস মডেলটি লঞ্চ করেছিল। প্রো মডেলের বিক্রি শুরু হবে ২৭ আগস্ট থেকে। দেখা যাচ্ছে, Realme এই সিরিজে এমন কিছু ফিচার যোগ করেছে যা মিড-রেঞ্জ গ্রাহকদের দারুণভাবে টানতে পারে। বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর শক্তিশালী প্রসেসর, সব মিলিয়ে ফোনটি প্রতিযোগিতার বাজারে যথেষ্ট আকর্ষণীয় মনে হচ্ছে।

Realme P4 5G-এর দাম ও ভ্যারিয়েন্ট

ভারতে ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। একটু বেশি শক্তিশালী সংস্করণ, অর্থাৎ 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা। আর যাঁরা বেশি স্টোরেজ চান, তাঁদের জন্য রয়েছে টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ, যার দাম ২১,৪৯৯ টাকা। দাম শুনে বোঝাই যাচ্ছে, Realme এই মডেলটিকে সরাসরি মিড-রেঞ্জ ক্রেতাদের জন্য টার্গেট করেছে।

Realme P4 5G সেল অফার ও কালার অপশন

প্রথম সেলেই বেশ কিছু অফার ঘোষণা করেছে কোম্পানি। ফ্লিপকার্ট থেকে নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহার করে কিনলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে বাড়তি ১,০০০ টাকা পর্যন্ত কম পাওয়া যাবে। ফোনটি তিনটি কালারে বাজারে এসেছে Engine Blue, Forge Red এবং Steel Grey। রঙের দিক থেকেও এটি বেশ চমকপ্রদ, যা তরুণদের দৃষ্টি কাড়তে পারে।

Realme P4 5G-এর স্পেসিফিকেশন

ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস সমর্থন করে। প্রসেসিং পাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট, সঙ্গে রয়েছে আলাদা Hyper Vision চিপ, যা গেমিং এবং মাল্টিটাস্কিং আরও মসৃণ করে তোলে। মেমোরি অপশনে সর্বোচ্চ ৮GB RAM এবং ২৫৬GB স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার দিক থেকে ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার সেটআপ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর ব্যাটারি ৭০০০mAh ক্যাপাসিটির সঙ্গে ফোনে মিলছে ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

সব মিলিয়ে বলতে গেলে, Realme P4 5G মডেলটি স্পেসিফিকেশনের দিক থেকে যথেষ্ট শক্তিশালী এবং দামটিও মিড-রেঞ্জ গ্রাহকদের নাগালে। এখন দেখতে হবে, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের ভিড়ে এই নতুন মডেল কতটা জায়গা করে নিতে পারে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)