রিয়েলমির নতুন ১৫০০০mAh ব্যাটারির ফোন ও চিল ফ্যান ফোন

Realme unveils 15000mAh battery phone and Chill Fan Phone with advanced cooling, offering up to 5 days usage and gamer-friendly features.

Published on

রিয়েলমি সম্প্রতি প্রযুক্তি প্রেমীদের জন্য দুইটি নতুন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। এর মধ্যে একটি ফোনে রয়েছে বিরাট ১৫০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে ৫ দিন পর্যন্ত চলতে পারে। অন্যটি, যা “চিল ফ্যান ফোন” নামে পরিচিত, সেটি একেবারেই নতুন ধরনের কুলিং সিস্টেম নিয়ে এসেছে। এই ফোনে থার্মোইলেকট্রিক কুলার লাগানো হয়েছে, যা ফোনের তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত কমাতে সক্ষম। শোনতে যেমন চমকপ্রদ, বাস্তবে কেমন কাজ করবে, সেটা অবশ্য কিছুটা রোমাঞ্চকর।

Google Advertisement

১৫০০০mAh ব্যাটারির ফোনটি আসলে একটি আল্ট্রা-হাই-ডেন্সিটি ব্যাটারি নিয়ে তৈরি। রিয়েলমি জানিয়েছে, এটি ১০০% ফুল সিলিকন অ্যানোড প্রযুক্তিতে নির্মিত। এর এনার্জি ডেনসিটি ১২০০Wh/L, যা এটিকে ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনে পরিণত করেছে। কোম্পানির দাবি অনুযায়ী, সাধারণ ব্যবহারে একবার চার্জ করলে ফোনটি ৫ দিন পর্যন্ত চলতে পারে। শুধু তাই নয়, আপনি একটানা ১৮ ঘণ্টা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ৫৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। তবে এখনো এই ফোনটি বাজারে কমার্শিয়ালি পাওয়া যাচ্ছে না।

Google Advertisement

রিয়েলমির চিল ফ্যান ফোন

Google Advertisement

১৫০০০mAh ব্যাটারির ফোনের পাশাপাশি রিয়েলমি তাদের চিল ফ্যান ফোনও প্রকাশ করেছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা থার্মোইলেকট্রিক কুলার এবং একটি ইন্টারনাল মিনিয়েচার ফ্যানের মাধ্যমে কাজ করে। এই কুলিং সিস্টেম ফোনের কোর তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত কমাতে সক্ষম। বিশেষ করে হেভি গেমিং বা দীর্ঘ সময় ব্যবহার করার সময় এটি ওভারহিটিং সমস্যাকে প্রায় শূন্যে নামিয়ে আনে। তাই গেমারদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প।

যদিও এই দুই ফোনের বিক্রির তারিখ বা বাজারে আসার সময় সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ভবিষ্যতের ফোনে এই ধরনের ব্যাটারি ও কুলিং ফিচার দেওয়া হতে পারে। সত্যি বলতে, এই নতুন কনসেপ্টগুলো দেখে বলা যায়, রিয়েলমি ফোনের দিক থেকে একেবারেই ভিন্ন ধারা চেষ্টা করছে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website