Article Body
টেক পোর্টাল Smartprix এক্সক্লুসিভভাবে Find X9 Pro-এর সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে। সূত্রের খবর, নতুন স্মার্টফোনটিতে থাকবে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের ১২০ হার্জ ফ্ল্যাট OLED ডিসপ্লে। এটি LTPO প্যানেল হতে পারে। ডিসপ্লের এই উন্নত প্রযুক্তি ফোনটিকে আরও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে, যদিও বাস্তব ব্যবহার কেমন হবে, তা বলা কিছুটা আগেই কঠিন।
স্মার্টফোনটিকে শক্তি দেবে নতুন MediaTek Dimensity 9500 প্রসেসর। সফটওয়্যার দিক থেকে এটি Android 16 ভিত্তিক ColorOS 16-এ চলবে। ব্যাটারি অংশে বড় চমক থাকতে চলেছে ৭,৫০০mAh ব্যাটারি, যা ৮০W ফাস্ট চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। এই রকম ক্ষমতার ব্যাটারি থাকলে দীর্ঘদিন ধরে ব্যবহার সম্ভব হবে, যদিও ফুল চার্জ নেওয়া কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
ক্যামেরার দিক থেকেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে। লিক অনুযায়ী, Find X9 Pro-তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান ক্যামেরা Samsung-এর ২০০ MP HP5 পেরিস্কোপ লেন্স। এছাড়াও ফোনে থাকবে ৫০ MP Sony LYT828 মেইন ক্যামেরা এবং ৫০ MP Samsung JN5 আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি-ওয়াইড শুটিংয়ের জন্যও একই ৫০ MP Samsung JN5 সেন্সর ব্যবহার করা হবে।
অন্য কিছু উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, Wi-Fi 7, NFC, ১৬GB RAM এবং ৫১২GB স্টোরেজ। সব মিলিয়ে, লিক করা স্পেসিফিকেশনগুলো Find X9 Pro-কে সত্যিই একটুও কম প্রমিসিং ফোনের মত দেখাচ্ছে।
ভারতে এটি ১ লাখ টাকার নিচে বাজারে আসতে পারে, যা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে তুলনামূলকভাবে আকর্ষণীয়। তাই ফোনপ্রেমীরা কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, নতুন বছরের শেষের দিকে Oppo-এর এই ফোন বাজারে আসার পর আসল প্রমাণ মিলবে।
Comments