Article Body
প্রথমে আসি দামের কথায়। লঞ্চের সময় Oppo Find X8 5G-এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছিল ₹৬৯,৯৯৯। কিন্তু বর্তমানে ক্রোমা স্টোরে সেটি পাওয়া যাচ্ছে মাত্র ₹৬০,৮৯৯ টাকায়। এখানেই শেষ নয়, এর সঙ্গে মিলছে আরও ₹৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সব মিলিয়ে মোট ছাড় দাঁড়াচ্ছে প্রায় ₹১৪,১০০, আর ইফেক্টিভ প্রাইস নেমে আসছে প্রায় ₹৫৫,৮৯৯ টাকায়। বলতে গেলে, এই দামে এমন ফিচার পাওয়া বাজারে খুব সহজ নয়।
এক্সচেঞ্জ অফারও রাখা হয়েছে, তবে সেটা নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থা ও মডেলের উপর। ফোনটি পাওয়া যাবে দুটি কালারে স্টার গ্রে এবং স্পেস ব্ল্যাক। রঙের দিক থেকেও বেশ প্রিমিয়াম ফিল দেয়।
Oppo Find X8 5G-এর ডিসপ্লে, পারফরম্যান্স ও ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৬.৫৯-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে ১২০Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তাই গেমিং হোক বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, সব কিছুই বেশ স্মুথ লাগে। এর ভেতরে কাজ করছে MediaTek Dimensity 9400 অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ১২GB র্যাম। ফলে মাল্টিটাস্কিং বা হাই-এন্ড অ্যাপ চালানোর সময় ফোনে ল্যাগ হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া, ২৫৬GB স্টোরেজ থাকায় প্রচুর ছবি, ভিডিও বা ফাইল রাখতে কোনো সমস্যা হয় না।
ক্যামেরার দিক থেকে ফোনটি সত্যিই শক্তিশালী। পিছনে রয়েছে ৫০MP + ৫০MP + ৫০MP-এর ট্রিপল ক্যামেরা সেটআপ, যা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। সেলফির জন্য সামনে রাখা হয়েছে ৩২MP ফ্রন্ট ক্যামেরা। যারা মোবাইল ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটা একরকম ড্রিম ফোন।
ব্যাটারিও বেশ বড়সড় ৫৬৩০mAh, আর এর সঙ্গে রয়েছে ৮০W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে কয়েক মিনিট চার্জ দিলেই অনেকক্ষণ ব্যবহার করা যায়। এর পাশাপাশি, AI-ভিত্তিক একাধিক ফিচার ফোনটিকে আরও স্মার্ট করে তোলে।
সব মিলিয়ে বলা যায়, Oppo Find X8 5G এখনো প্রিমিয়াম সেগমেন্টে দারুণ ভ্যালু অফার করছে। নতুন মডেল আসার আগে যারা ফোন বদলাতে চান, তাদের জন্য এটা নিঃসন্দেহে এক আকর্ষণীয় সুযোগ।
Comments