Summary

Oppo F31 series, including F31 Pro and Pro+, is set to launch in India soon. Check out expected specs, features, and estimated price range.

Article Body

Oppo F31 সিরিজ ভারতে শীঘ্রই আসছে, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম
Oppo F31 সিরিজ ভারতে শীঘ্রই আসছে, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম
ভারতে শীঘ্রই Oppo F31 সিরিজের লঞ্চ হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক একটি লিক তথ্য অনুযায়ী, Oppo F31, F31 Pro এবং F31 Pro+ মডেলগুলো “শিগগিরই” বাজারে আসতে পারে। টিপস্টার অভিষেক যাদব X-এ (আগে Twitter) পোস্ট করেছেন যে, এই নতুন সিরিজ ভারতের গ্রাহকদের জন্য তৈরি। বেশ আশ্চর্যের বিষয়, Oppo F30 মডেল আসেনি, তাই F29 সিরিজের পরই এই নতুন সিরিজের উত্থান ঘটছে।

উল্লেখযোগ্যভাবে, Oppo এবার “Pro+” সংস্করণও ফিরিয়ে আনছে, যা শেষবার দেখা গিয়েছিল Oppo F27 সিরিজে। যদিও পুরো F31 লাইনআপের তথ্য এখনও জানা যায়নি, তবে অভিষেক যাদব শীর্ষমডেল F31 Pro+ এর কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

লিক তথ্য অনুযায়ী, Oppo F31 Pro+ প্ল্যাট ফ্ল্যাট ডিসপ্লে সহ আসতে পারে, ঠিক আগের সিরিজের মতো। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহার হতে পারে, যা 12 জিবি RAM-এর সঙ্গে যুক্ত থাকবে। স্টোরেজের দিক থেকে ফোনটি 256 জিবি পর্যন্ত ক্ষমতা সমর্থন করবে। বিশেষ আকর্ষণীয় ফিচার হলো 7,000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময়ের ব্যাটারি লাইফ নিশ্চিত করবে।

যদিও কোম্পানি এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি, তবে শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আশা করা হচ্ছে। লিক তথ্যের ভিত্তিতে, Oppo F31 Pro+ ভারতে আনুমানিক ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে, যদিও সঠিক দাম ও আনুষ্ঠানিক ফিচার এখনও অজানা।

নতুন F31 সিরিজটি আগের সিরিজের তুলনায় কীভাবে পারফরম্যান্স ও ব্যাটারি লাইফে পার্থক্য আনবে, সেটাই এখন দেখার বিষয়। Oppo-এর ফোনগুলো সাধারণত মাঝারি এবং প্রিমিয়াম ক্যাটাগরিতে ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য পরিচিত, তাই F31 সিরিজও সেই ধারাকে ধরে রাখতে পারে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)