Article Body
ভারতীয় বাজারে খুব শিগগিরই দেখা মিলতে পারে Oppo F31 সিরিজের। শোনা যাচ্ছে, এই লাইনআপে তিনটি মডেল আসবে। তবে মজার ব্যাপার হলো টেক মহলে দাবি উঠেছে, এগুলো আসলে চীনে লঞ্চ হওয়া Oppo A6 সিরিজের রিব্র্যান্ড ভার্সন। যেমন, Oppo A6 5G ভারতে আসতে পারে Oppo F31 নামে, আর A6 Max 5G আসবে Oppo F31 Pro+ হয়ে।
চীনা এক টিপস্টারের মতে, Oppo A6 5G তে থাকবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। মাঝারি দামের ফোনে এই সুবিধা নিঃসন্দেহে নজর কাড়বে। আজকাল ব্যাটারির ব্যাকআপ আর চার্জিং স্পিড, এই দুই দিকেই ব্যবহারকারীরা অনেক বেশি গুরুত্ব দেন।
Oppo A6 5G TENAA সার্টিফিকেশন তে ফাঁস হওয়া স্পেসিফিকেশন
TENAA সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে Oppo A6 5G (মডেল নম্বর PLS120)। তালিকা অনুযায়ী, ফোনটিতে থাকবে 6.57-ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে (1080 × 2372 পিক্সেল)। মেমোরির দিক থেকে থাকছে দুটি ভ্যারিয়েন্ট—8GB ও 12GB RAM, আর স্টোরেজ যাবে সর্বোচ্চ 512GB পর্যন্ত।
চিপসেট হিসেবে থাকছে 2.4GHz ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর, যার সঙ্গে মিলবে শক্তিশালী 6,830mAh ব্যাটারি। ক্যামেরায় আছে 50MP প্রাইমারি লেন্স, সঙ্গে 2MP সেকেন্ডারি সেন্সর, আর সামনে সেলফির জন্য থাকছে 16MP ক্যামেরা। ডিজাইন দিকেও কিছু নতুনত্ব দেখা যাবে, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কার্ভড স্ক্রিন আর পেছনে স্কোয়ার শেপ ক্যামেরা মডিউল।
Oppo A6 Max 5G Snapdragon প্রসেসর
Oppo A6 Max 5G (মডেল নম্বর PLL110) আনতে পারে আরও বড় 6.8-ইঞ্চি ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এখানে ব্যবহার করা হয়েছে আরও শক্তিশালী Snapdragon 7 Gen 3 চিপসেট। সহজ কথায় বললে, পারফরম্যান্স খুঁজছেন এমন ক্রেতাদের টার্গেট করেই তৈরি হচ্ছে এই মডেল।
ভারতের বাজারে Oppo F31 সিরিজ কী পাওয়া যাবে?
ভারতীয় বাজারে আসতে চলা Oppo F31 আর F31 Pro মডেলগুলিতে থাকছে MediaTek Dimensity চিপসেট, আর শীর্ষ মডেল F31 Pro+ (অর্থাৎ A6 Max 5G)-এ থাকছে Snapdragon 7 Gen 3। তিনটি ফোনেই মিলবে প্রায় 7,000mAh ব্যাটারি—যা এই দামের সেগমেন্টে যথেষ্ট চমকপ্রদ।
সব কিছু যদি গুজবের মতো সত্যি হয়, তাহলে ভারতীয় ক্রেতারা আশা করতে পারেন বড় ব্যাটারি, দ্রুত চার্জিং আর শক্তিশালী প্রসেসর—সবকিছুই তুলনামূলক কম দামে। তবে দাম আর অফিসিয়াল লঞ্চের তারিখ কবে প্রকাশ পাবে, সেটাই এখন দেখার বিষয়।
Comments