Oppo has announced that Android 16 (ColorOS 16) will be the final major system update for several older smartphones. Check the full list of eligible OPPO phones and explore the new features coming with this update.
Article Body
OPPO ফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর: Android 16 ColorOS 16 হবে শেষ বড় আপডেট
ওপ্পো (OPPO)-র পুরনো ফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। কোম্পানি জানিয়েছে, আসন্ন Android 16 ভিত্তিক ColorOS 16 হবে অনেক পুরনো মডেলের শেষ বড় সিস্টেম আপগ্রেড। অর্থাৎ এই আপডেটের পর ওই সব ফোন আর কোনো বড় সফটওয়্যার আপডেট পাবে না। যারা এখনও পুরনো ওপ্পো ফোন ব্যবহার করছেন, তাদের জন্য বিষয়টি অবশ্যই চিন্তার। কারণ এই আপডেটের পর ভবিষ্যতে আর নতুন ফিচার কিংবা বড় সিকিউরিটি আপগ্রেড তাদের ফোনে আসবে না।
ColorOS 16 আসলে অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি ওপ্পোর নতুন অপারেটিং সিস্টেম, যেখানে বেশ কিছু আধুনিক এআই সুবিধা, নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন UI পরিবর্তন আনা হয়েছে। তবে খারাপ খবর হলো—এবার এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মডেলের জন্যই উপলব্ধ হবে।
কোন কোন OPPO ফোনে মিলবে Android 16 আপডেট
এই সীমিত তালিকায় রয়েছে- Oppo Reno 12 F, Reno 12 F 4G, Reno 11 F, Oppo A5 সিরিজ (A5, A5 4G, A5 Pro, A5 Pro 4G, A5x, A5x 4G, A5 Energy), Oppo F27, F27 Pro+, F25 Pro, Oppo K12 সিরিজ (K12, K12x, K12 Plus) এবং Oppo Pad 3 Pro।
এই ডিভাইসগুলোতে Android 16 আপডেট ইনস্টল করা যাবে। তবে এর পরে আর কোনো বড় আপডেট আসবে না। ফলে ভবিষ্যতে নতুন ফিচার বা গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ ব্যবহারকারীরা পাবেন না। অনেকের জন্য এটি হতাশার হলেও, ওপ্পোর সিদ্ধান্ত অনুযায়ী এটিই শেষ সুযোগ তাদের ফোনকে নতুন সংস্করণে আপডেট করার।
Android 16 আপডেটের পর কী কী নতুন ফিচার আসছে
যারা আপডেট পাবেন, তাদের জন্য অবশ্য Android 16 বেশ কিছু নতুন সুবিধা নিয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফিচার হলো Live Updates, যেখানে ক্যাব বুকিং, ফুড ডেলিভারি বা খেলার স্কোর সরাসরি নোটিফিকেশনে রিয়েল-টাইম দেখা যাবে।
নিরাপত্তার জন্য এসেছে Advanced Protection, যা সন্দেহজনক ওয়েবসাইট, ভুয়া অ্যাপ কিংবা স্ক্যাম থেকে রক্ষা করবে। মিউজিকপ্রেমীদের জন্য থাকছে Auracast সাপোর্ট, যার মাধ্যমে একসঙ্গে একাধিক ডিভাইস বা ইয়ারবাডসে একই অডিও শেয়ার করা যাবে।
Google Messages এখন আরও স্মার্ট হয়েছে। এতে যুক্ত হয়েছে এআই-ভিত্তিক ওয়ার্নিং সিস্টেম, যা সম্ভাব্য স্ক্যাম বা প্রতারণামূলক বার্তা আগে থেকেই চিহ্নিত করে সতর্ক করবে।
এছাড়াও প্রোডাক্টিভিটি বাড়াতে এসেছে Desktop Mode এবং উন্নত মাল্টি-উইন্ডো সাপোর্ট, বিশেষত ট্যাবলেট ও ফোল্ডেবল ফোনে কাজ করার অভিজ্ঞতাকে সহজ করবে। কুইক সেটিংসে নতুন টাইল রিসাইজ অপশন ও হ্যাপটিক ফিডব্যাক যোগ করা হয়েছে। আর ক্যামেরা ও ভিডিও সেকশনে যুক্ত হয়েছে APV কোডেক, যা 4K ও 8K ভিডিওকে আরও শার্প এবং হাই-কোয়ালিটি করে তোলে।
Comments