Summary

OpenAI launches India-first Learning Accelerator with ₹4.5 crore grant to IIT Madras and 5 lakh free ChatGPT Plus accounts for teachers and students.

Article Body

ভারতের শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ, IIT-Madras-এ ৪.৫ কোটি অনুদান ও ৫ লাখ ফ্রি ChatGPT Plus দিচ্ছে OpenAI
ভারতের শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ, IIT-Madras-এ ৪.৫ কোটি অনুদান ও ৫ লাখ ফ্রি ChatGPT Plus দিচ্ছে OpenAI
ভারতে শিক্ষার পরিধি বদলাতে এবার সরাসরি মাঠে নামল OpenAI। সংস্থাটি ঘোষণা করেছে একটি বিশেষ প্রোগ্রাম  “India-first Learning Accelerator”, যার মাধ্যমে দেশের স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে AI-ভিত্তিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে আইআইটি মাদ্রাজ (IIT-Madras) পাচ্ছে প্রায় ৪.৫ কোটি টাকার গবেষণা অনুদান, পাশাপাশি দেওয়া হচ্ছে ৫ লাখ ফ্রি ChatGPT Plus লাইসেন্স। মূলত সরকারি স্কুল এবং AICTE অনুমোদিত কলেজগুলিতে শিক্ষক-শিক্ষার্থীরা এর সুবিধা পাবেন।

OpenAI–এর দাবি, এই পদক্ষেপ শিক্ষকদের কোর্স প্ল্যান তৈরি থেকে শুরু করে ডিজিটাল দক্ষতা অর্জন পর্যন্ত নানা ক্ষেত্রে সাহায্য করবে। ছাত্রদের জন্যও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর বা ইন্টার‌্যাকটিভ লার্নিং অনেক সহজ হয়ে যাবে। বলা যায়, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর এক নতুন অধ্যায়ে নিয়ে যেতে চাইছে তারা। এটা কতটা সফল হবে, তা সময়ই বলবে, তবে পদক্ষেপটি নিঃসন্দেহে সাহসী।

IIT মাদ্রাজে গবেষণার জন্য বড় অনুদান

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আইআইটি মাদ্রাজকে দেওয়া ৪.৫ কোটি টাকার অনুদান। অর্থটি মূলত কগনিটিভ নিউরোসায়েন্স এবং AI-নির্ভর শিক্ষা সংস্কার গবেষণার জন্য ব্যবহার হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, গবেষণার ফলাফল শুধু একাডেমিক জগতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা সাধারণের জন্যও উন্মুক্ত করা হবে। ফলে শিক্ষা–প্রযুক্তি ক্ষেত্রে আরও অনেক প্রতিষ্ঠান এবং গবেষক এই তথ্য কাজে লাগাতে পারবেন।

শিক্ষকদের জন্য ৫ লাখ ChatGPT Plus লাইসেন্স

ভারতের শিক্ষা মন্ত্রক, AICTE এবং ARISE স্কুলগুলির সঙ্গে যৌথভাবে OpenAI প্রায় ৫ লাখ ফ্রি ChatGPT Plus অ্যাকাউন্ট বিতরণ করবে। এর লক্ষ্য হলো শিক্ষকদের এমন একটি সরঞ্জাম দেওয়া, যা দিয়ে তারা সহজে পাঠ পরিকল্পনা করতে পারবেন, প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করতে পারবেন এবং ছাত্রদের জন্য AI-সহায়ক টিউটরিং চালু করতে পারবেন। শিক্ষার্থীরাও এতে উপকৃত হবে, কারণ ক্লাসের বাইরেও ChatGPT–কে ব্যবহার করে তারা প্রশ্ন করতে বা অনুশীলন চালিয়ে যেতে পারবে।

ChatGPT Plus সাবস্ক্রিপশনের দাম ও সুবিধা

বর্তমানে ভারতে ChatGPT Plus–এর মাসিক সাবস্ক্রিপশন মূল্য নির্ধারিত হয়েছে ১,৯৯৯ টাকা (GST সহ)। এই প্ল্যানে ব্যবহারকারীরা GPT-4 এবং GPT-5–এর মতো উন্নত মডেলের অ্যাক্সেস পাচ্ছেন, যা ফ্রি সংস্করণে নেই। পাশাপাশি রয়েছে দ্রুত রেসপন্স স্পিড, বেশি মেসেজ লিমিট এবং নতুন ফিচারের আগাম সুবিধা। পড়াশোনা, গবেষণা, অফিসের কাজ কিংবা কনটেন্ট তৈরিতে যাঁরা প্রতিদিন ChatGPT ব্যবহার করেন, তাঁদের জন্য এটি বড় উপকারের। সবচেয়ে বড় বিষয় হলো, এখন থেকে ভারতীয় ব্যবহারকারীরা সরাসরি টাকায় সাবস্ক্রিপশন ফি দিতে পারবেন, ফলে পরিষেবাটি নেওয়া আরও সহজ হয়ে গেল।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)