Summary

OnePlus Nord CE4 now comes with 100W fast charging, a 5500mAh battery, and a price drop in India. Check latest offers, specs, and why this smartphone is catching attention.

Article Body

OnePlus Nord CE4 সুপারফাস্ট চার্জিং, দামেও ছাড়
OnePlus Nord CE4 সুপারফাস্ট চার্জিং, দামেও ছাড়
আপনি যদি ওয়ানপ্লাসের ভক্ত হয়ে থাকেন এবং এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা চার্জ হতে সময় নেয় না, তাহলে OnePlus Nord CE4 আপনার তালিকায় থাকতে পারে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 100W সুপারফাস্ট চার্জিং আর 5500mAh ব্যাটারি। কোম্পানির দাবি, মাত্র 15 মিনিট চার্জ দিলেই দিনের পুরোটা সময় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও, বাস্তবে এ ধরনের ফিচার অনেক ব্যবহারকারীর কাছে সত্যিই ‘গেম-চেঞ্জার’।

শুধু চার্জিংই নয়, দামের ক্ষেত্রেও এখন ফোনটি ক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। লঞ্চের সময় যেখানে 8GB RAM আর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৪,৯৯৯ টাকা, সেখানে বর্তমানে Amazon India-তে সেটি পাওয়া যাচ্ছে ২২,৯৯৯ টাকায়। এর সঙ্গে আছে ১,১৪৯ টাকার ক্যাশব্যাক অফার, আর এক্সচেঞ্জে সর্বোচ্চ ২১,৫৫০ টাকার সুবিধাও মিলতে পারে। অবশ্যই, পুরোনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন আর এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে আপনি আসলে কতটা ছাড় পাবেন। বলা যায়, সুযোগটা বেশ লোভনীয়।

OnePlus Nord CE4 এর ডিসপ্লে, পারফরম্যান্স ও ক্যামেরা

OnePlus Nord CE4-এর ডিসপ্লে বেশ চমকপ্রদ। এতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ AMOLED প্যানেল, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 1100 নিটস ব্রাইটনেস পাওয়া যায়। মানে, স্ক্রিন ব্যবহার করার অভিজ্ঞতা হবে ঝকঝকে আর মসৃণ।

পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 3 চিপসেট। সাথে পাবেন 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প। যারা গেম খেলেন বা হাই-ইন্টেন্সিভ টাস্ক করেন, তাদের জন্যও ফোনটি যথেষ্ট দ্রুতগতির হওয়া উচিত।

ক্যামেরার দিক থেকেও ওয়ানপ্লাস চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার। রিয়ারে আছে 50MP-এর মেইন ক্যামেরা আর সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্ট ক্যামেরা 16MP, যা সেলফি এবং ভিডিও কলের জন্য যথেষ্ট মানসম্মত।

ব্যাটারি নিয়ে বলার মতো বিষয় হলো এর চার্জিং প্রযুক্তি। 5500mAh ব্যাটারি থাকলেও 100W ফাস্ট চার্জিং সেটিকে কয়েক মিনিটের মধ্যেই পূর্ণশক্তি দেয়। অনেকেই বলেন, দীর্ঘ চার্জিং টাইম এখন আর সহ্য করার মতো নয়, এই দিক থেকে ফোনটি সত্যিই ব্যবহারকারীদের আরাম দেবে।

OnePlus Nord CE4 এর ফিচার

সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলছে Android 14-ভিত্তিক OxygenOS 14-এ। ওয়ানপ্লাসের ইউজার ইন্টারফেস সবসময়ই একটু আলাদা আর ব্যবহারবান্ধব বলে খ্যাত, তাই এখানে হতাশ হওয়ার সুযোগ নেই। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রাখা হয়েছে।

সব মিলিয়ে, OnePlus Nord CE4 এমন এক ফোন যেখানে শক্তিশালী ব্যাটারি, দারুণ চার্জিং টেকনোলজি আর ডিসপ্লে একসাথে পাওয়া যাচ্ছে। দাম কমায় এখন হয়তো আরও বেশি ব্যবহারকারীর নজর কাড়বে। তবে শেষ কথা—এটা কি সত্যিই আপনার জন্য সেরা চয়েস? সেটা নির্ভর করবে আপনি ফোনে কোন দিকটা বেশি গুরুত্ব দিচ্ছেন তার উপর।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)