Article Body
কোম্পানি এক্স (আগের Twitter)–এ পোস্ট করে জানিয়েছে, শুধু নির্বাচিত কয়েকটি OnePlus ডিভাইসের ব্যবহারকারীরাই এই সুযোগ পাবেন। তালিকায় রয়েছে OnePlus Nord CE 5, OnePlus Nord 5, OnePlus 13R, OnePlus 13S এবং OnePlus 13 মডেল। তবে ফোন হাতে থাকলেই হবে না, অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা সার্টিফিকেট কোর্সে ভর্তি থাকতে হবে।
Google Gemini Premium-এ কী কী থাকছে
এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে ব্যবহারকারীরা পাবেন 2TB ক্লাউড স্টোরেজ, যা Google Photos, Drive আর Gmail-এ কাজে লাগানো যাবে। তার বাইরে আরও কিছু এক্সক্লুসিভ AI ফিচার যোগ হয়েছে, যেমন NotebookLM-এর সাহায্যে বাড়তি অডিও সারাংশ এবং সোর্সে অ্যাক্সেস, Whisk Animate দিয়ে ছবি থেকে ভিডিও বানানোর সুযোগ, আর Gmail ও Docs-এ Gemini-এর স্মার্ট রাইটিং, কালেকশন এবং ভিজ্যুয়ালাইজেশনের টুলস। সংক্ষেপে বললে, শিক্ষার্থীরা পড়াশোনা আর প্রজেক্টে এক নতুন ধরণের সুবিধা পেতে চলেছেন।
কীভাবে ফ্রি সাবস্ক্রিপশন ক্লেম করবেন
এই অফার পেতে হলে শিক্ষার্থীদের নিজের কিছু তথ্য দিতে হবে দেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম আর অফিসিয়াল ইমেইল ঠিকানা। সেগুলো ভেরিফাই হয়ে গেলে OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন ক্লেম করা যাবে। তবে তাড়াহুড়ো করাই ভালো, কারণ অফারটির মেয়াদ শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর।
এটা নিঃসন্দেহে OnePlus-এর দারুণ কৌশল। শিক্ষার্থীরা একদিকে তাদের ফোনে প্রিমিয়াম AI সুবিধা পাবেন, অন্যদিকে কোম্পানিও তরুণ ব্যবহারকারীদের মধ্যে আরও শক্ত জায়গা করে নেবে। এখন দেখার বিষয় হলো, এই পদক্ষেপ প্রতিযোগিতায় অন্য ব্র্যান্ডগুলোকে কতটা চাপে ফেলে।
Comments