Article Body
ওয়ানপ্লাস 13-এর অন্যতম বিশেষত্ব হল এর বিশাল স্টোরেজ অপশন ও শক্তিশালী পারফরম্যান্স। ফোনটিতে সর্বোচ্চ ২৪ জিবি RAM এবং ১ টেরাবাইট স্টোরেজ পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া আছে ৬,০০০mAh-র ব্যাটারি, দ্রুত চার্জিং সাপোর্ট এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ। সব মিলিয়ে পারফরম্যান্স থেকে ফটোগ্রাফি, সব ক্ষেত্রেই ফোনটি নিজের জায়গা ধরে রেখেছে। দাম কমায় স্বাভাবিকভাবেই ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কতটা সস্তায় মিলছে OnePlus 13
ওয়ানপ্লাস 13 বাজারে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল, ১২GB RAM + ২৫৬GB, ১৬GB RAM + ৫১২GB এবং ২৪GB RAM + ১TB। শুরুতে এর বেস মডেলের দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। কিন্তু দাম কমার পর এখন অ্যামাজনে ফোনটির শুরু হচ্ছে ৬৪,৯৯৯ টাকা থেকে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। পুরনো ফোন বদলে নিলে ক্রেতারা অনেক কম টাকাতেই নতুন ওয়ানপ্লাস 13 ঘরে তুলতে পারবেন। এটা যে প্রতিযোগিতামূলক বাজারে একধরনের কৌশল, সেটা বলাই বাহুল্য।
ওয়ানপ্লাস 13-এর ফিচারস
ওয়ানপ্লাস 13-এ রয়েছে ৬.৮২ ইঞ্চির QHD+ ProXDR ডিসপ্লে, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট। ফোনটি IP68 এবং IP69 রেটিংপ্রাপ্ত, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধে বেশ নিরাপদ। এর ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা গেমিং থেকে শুরু করে হেভি টাস্ক, সবকিছুই সহজে সামলাতে পারে।
ক্যামেরার দিক থেকেও ওয়ানপ্লাস 13 বেশ শক্তিশালী। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ৫০MP প্রধান সেন্সর, ৫০MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০MP টেলিফটো লেন্স। সেলফির জন্য রয়েছে ৩২MP ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি বিভাগেও ফোনটি নজর কাড়ে, কারণ এর ৬,০০০mAh ব্যাটারি ১০০W ওয়্যার্ড ও ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে OxygenOS, যা অ্যান্ড্রয়েড ১৫-এর উপর ভিত্তি করে তৈরি। সব মিলিয়ে, পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ আর ক্যামেরা তিন ক্ষেত্রেই ওয়ানপ্লাস 13 ক্রেতাদের হতাশ করবে না বলেই মনে হচ্ছে।
Comments