Summary

Grab the OnePlus 12 at a special discount! Get the 16GB RAM and 512GB storage variant at a reduced price with up to ₹59,499 off on exchange. Learn more about specs, colors, and offers.

Article Body

OnePlus 12 এখন বিশেষ ডিসকাউন্টে, 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সাশ্রয়ী দামে
OnePlus 12 এখন বিশেষ ডিসকাউন্টে, 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন সাশ্রয়ী দামে
চীনা ব্র্যান্ড OnePlus সাধারণত তাদের ফোনে বড়সড় ডিসকাউন্ট দেয় না। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। কোম্পানির পুরোনো ফ্ল্যাগশিপ OnePlus 12 এখন বিশেষ অফারে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা একে বাজারে দারুণ প্রতিযোগিতামূলক করে তুলেছে। সত্যি বলতে, এই দামে এমন পারফরম্যান্স পাওয়া বেশ লোভনীয় ব্যাপার।

OnePlus 12 বর্তমানে Chroma-তে ডিসকাউন্ট মূল্যে লিস্টেড হয়েছে। 16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 69,999 টাকা হলেও কোম্পানি সরাসরি 6,000 টাকার ফ্ল্যাট ছাড় দিচ্ছে। ফলে ফোনটি হাতে পাওয়া যাবে 63,999 টাকায়। এখানেই শেষ নয়, পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 59,499 টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার বর্তমান ফোনের মডেল ও তার অবস্থা কতটা ভালো তার ওপর।

এই স্মার্টফোনটি বাজারে তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে Silky Black, Flowy Emerald এবং Glacial White। ভিজ্যুয়াল দিক থেকেও ফোনটির লুক যথেষ্ট প্রিমিয়াম এবং হাতে নিলে আলাদা মাত্রাই অনুভব হবে।

OnePlus 12-এর ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকে OnePlus 12 কোনোভাবেই হতাশ করবে না। এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, Kryo CPU এবং Adreno 750 GPU। ফোনটির সঙ্গে সর্বোচ্চ 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা হেভি গেমিং কিংবা মাল্টিটাস্কিং, দুটোতেই অনায়াসে টিকতে সক্ষম।

ব্যাটারির কথা বললে, এতে রয়েছে 5400mAh ক্ষমতার ব্যাটারি। 100W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের ফলে কয়েক মিনিটের চার্জেই ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্টও। ডিসপ্লে সেগমেন্টে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির LTPO ProXDR প্যানেল, যার রেজোলিউশন 3168x1440 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 4500 nits পর্যন্ত।

ক্যামেরা সেটআপও যথেষ্ট শক্তিশালী। পেছনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা 50MP Sony LYT-808 ওয়াইড লেন্স, 64MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 48MP আল্ট্রা-ওয়াইড শুটার। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32MP ক্যামেরা। কানেক্টিভিটির দিক থেকে ফোনে ডুয়াল সিম, 5G, WiFi, ব্লুটুথ, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। তবে এতে e-SIM সাপোর্ট নেই, যা কিছু ব্যবহারকারীর কাছে একটু হতাশার কারণ হতে পারে।

সব মিলিয়ে, অফার দামে OnePlus 12 নিঃসন্দেহে প্রিমিয়াম ক্যাটাগরিতে এক আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। যারা হাই-এন্ড পারফরম্যান্সের ফোন খুঁজছেন কিন্তু কিছুটা সাশ্রয়ী দামে, তাদের জন্য এই অফার একেবারেই মিস করার মতো নয়।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)