Summary

Motorola Edge 60 Pro Walnut Finish variant is launching in India on August 25. Check full details on price, sale date, specifications, display, processor, camera, and battery features.

Article Body

মটোরোলা আনছে Edge 60 Pro Walnut Finish ফোন, ২৫ আগস্ট থেকে বিক্রি শুরু, জানুন দাম ও ফিচার
মটোরোলা আনছে Edge 60 Pro Walnut Finish ফোন, ২৫ আগস্ট থেকে বিক্রি শুরু, জানুন দাম ও ফিচার

যারা স্মার্টফোনে একেবারে আলাদা ধরনের ডিজাইন খুঁজছেন, তাদের জন্য মটোরোলা নিয়ে এসেছে এক বিশেষ অফারকোম্পানির নতুন মডেল Motorola Edge 60 Pro এবার ভারতে আসছে একদম অনন্য Walnut Finish ভার্সনেকাঠের টেক্সচারের মতো প্রিমিয়াম লুক দেওয়া এই মডেলকে বলা হচ্ছে বাজারের অন্যতম স্টাইলিশ স্মার্টফোন। দেখা যাক, কবে থেকে এর বিক্রি শুরু হচ্ছে আর এতে কী কী বিশেষ ফিচার থাকছে

ভারতে বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে

মটোরোলার এই বিশেষ এডিশন ফোনটি ২৫ আগস্ট থেকে ভারতে কেনা যাবে। ক্রেতারা চাইলে Flipkart বা সরাসরি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এটি অর্ডার করতে পারবেন। উল্লেখ্য, প্রথমে এই মডেলটি চীনে লঞ্চ করা হয়েছিল, আর এখন ভারতীয় ক্রেতাদের জন্য আনা হচ্ছে।

Motorola Edge 60 Pro Walnut Finish দাম ও ভ্যারিয়েন্ট

বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি পাওয়া যাচ্ছে প্যানটোন ড্যাজলিং ব্লু, স্পার্কলিং গ্রেপ এবং শ্যাডো, এই তিনটি রঙে। দাম নির্ধারণ করা হয়েছে স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ মিলবে ৩২,৯৯৯ টাকায় এবং সবচেয়ে হাই-এন্ড ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। Walnut Finish ভ্যারিয়েন্ট আসায় সিরিজে বাড়ল এক নতুন বিকল্প, যা অনেকের নজর কাড়তে বাধ্য।

Motorola Edge 60 Pro Walnut Finish ডিসপ্লে ও ডিজাইন

ফোনটিতে থাকছে 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K (1220×2712 পিক্সেল)। স্ক্রিনটি কোয়াড-কার্ভড ডিজাইনের, রিফ্রেশ রেট 120Hz, পিক্সেল ডেনসিটি 446ppi এবং সর্বোচ্চ ব্রাইটনেস 4500 নিটস। ডিসপ্লে প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i, যা পড়ে গেলে বা ধাক্কা খেলেও ভালো সুরক্ষা দেবে।

মটোরোলা এজ ৬০ প্রো ওয়ালনাট ফিনিশ প্রসেসর ও সফটওয়্যার

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে আছে MediaTek Dimensity 8350 Extreme চিপসেট, যার সঙ্গে সর্বোচ্চ 16GB LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Hello UI-তে চলবে। কোম্পানি প্রতিশ্রুতি দিচ্ছে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়ার।

মটোরোলা এজ ৬০ প্রো ওয়ালনাট ফিনিশ ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি পছন্দকারীদের জন্য Edge 60 Pro বেশ চমকপ্রদ। এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম

প্রধান ক্যামেরা 50MP Sony LYTIA 700C সেন্সর, যার সঙ্গে আছে OIS এবং f/1.8 অ্যাপারচার।

এর পাশাপাশি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স (f/2.0 অ্যাপারচার) এবং 10MP টেলিফটো লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম সাপোর্ট রয়েছে।

সেলফির জন্য সামনে থাকছে 50MP ক্যামেরা, যেটি f/2.0 অ্যাপারচারসহ।

মটোরোলা এজ ৬০ প্রো ওয়ালনাট ফিনিশ ব্যাটারি ও বিল্ড

দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য ফোনটিতে রয়েছে 6000mAh ব্যাটারি। এতে 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। শুধু তাই নয়, বিল্ড কোয়ালিটির দিক থেকেও ফোনটি শক্তপোক্ত। এটি এসেছে MIL-STD-810H গ্রেড স্ট্রাকচারের সঙ্গে, আর আছে IP68 IP69 রেটিং, অর্থাৎ ধুলো ও পানির প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো।

সব মিলিয়ে বলা যায়, মটোরোলার নতুন Walnut Finish Edge 60 Pro কেবল ফিচারের দিক থেকেই নয়, ডিজাইনের দিক থেকেও স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়ে নিতে চলেছে। এখন দেখার বিষয়, ভারতে লঞ্চের পর বাজারে এটি কতটা সাড়া ফেলতে পারে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)