Motorola Edge 60 Fusion এখন আরও সস্তায়, দামে বড় ছাড় ও আকর্ষণীয় অফার

Motorola Edge 60 Fusion price drops in India with new offers. Get the phone starting at Rs 22,999 with bank discounts, exchange bonus up to Rs 22,350, and no-cost EMI on Flipkart.

Published on

মটোরোলা তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Motorola Edge 60 Fusion -এর দাম নিয়ে বড় ঘোষণা করেছে। এই বছরের শুরুর দিকে যেটি বাজারে এসেছিল, সেটিই এখন আগের চেয়ে হাজার হাজার টাকা কমে কেনা যাচ্ছে। শুধু দাম কমেনি, সঙ্গে থাকছে ব্যাংক অফার ও নো-কস্ট EMI সুবিধাও। অর্থাৎ, যাঁরা নতুন ফোন কিনতে চাইছিলেন কিন্তু বাজেটের কারণে পিছিয়ে যাচ্ছিলেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। ফোনটির অন্যতম আকর্ষণ হল এর শক্তিশালী ৫৫০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ই-কমার্স সাইট ফ্লিপকার্টেই মিলছে এই অফার।

Motorola Edge 60 Fusion-এর নতুন দাম ও অফার

ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়- ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ও ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের দাম কমেছে ৩,০০০ টাকা, ফলে এর নতুন মূল্য দাঁড়িয়েছে ২২,৯৯৯ টাকা। এর সঙ্গে ক্রেতারা পাচ্ছেন ৫ শতাংশ ক্যাশব্যাক অফার এবং পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ২২,৩৫০ টাকা পর্যন্ত ছাড়। মানে হিসেব কষলে ফোনটির কার্যত দাম আরও কমে যাচ্ছে। বলতে গেলে, যাঁরা বাজেট স্মার্টফোনে প্রিমিয়াম ফিচার চান, তাঁদের কাছে এটা বেশ আকর্ষণীয় ডিল।

Google Advertisement

Motorola Edge 60 Fusion এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির pOLED ডিসপ্লে, যেখানে ১২০Hz রিফ্রেশ রেট ও ১.৫K রেজোলিউশন দেওয়া হয়েছে। স্ক্রিনের সুরক্ষায় আছে Corning Gorilla Glass 7i। এ ছাড়া থাকছে Smart Water Touch 3.0 প্রযুক্তি ও অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং, ফলে ব্যবহার আরও আরামদায়ক হবে।

ডিজাইন: এর ৩ডি কার্ভড ডিজাইন আর ভেগান লেদার ফিনিশ ব্যাক প্যানেল একে অন্য মিড-রেঞ্জ ফোন থেকে আলাদা করেছে। হাতে নিলেই এর প্রিমিয়াম লুকটা টের পাওয়া যায়।

Google Advertisement

পারফরম্যান্স: ডিভাইসটি চলছে Mediatek Dimensity 7400 প্রসেসর-এ, যার সঙ্গে মেলে সর্বোচ্চ ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ। দৈনন্দিন কাজ থেকে শুরু করে গেমিং, সব ক্ষেত্রেই দ্রুত পারফরম্যান্স দেবে বলে আশা করা যায়।

ব্যাটারি: পাওয়ার দিক থেকেও ফোনটি শক্তিশালী। এর ৫৫০০mAh ব্যাটারি সাপোর্ট করছে ৬৮W টার্বো ফাস্ট চার্জিং, ফলে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও চিন্তার কিছু নেই।

সফটওয়্যার: ফোনটিতে রয়েছে Hello UI (Android 15 ভিত্তিক), সঙ্গে থাকছে গুগলের Gemini AI ফিচার। বলতে গেলে সফটওয়্যার সাপোর্টে এটিকে আরও স্মার্ট করা হয়েছে।

Google Advertisement

ক্যামেরা: পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

অন্য বৈশিষ্ট্য: Dolby Atmos অডিও, সঙ্গে IP68 ও IP69 সার্টিফিকেশন, যা ফোনটিকে ধুলো ও পানির বিরুদ্ধে বিশেষ সুরক্ষা দেয়।

সব মিলিয়ে, এই দামে মটোরোলা এজ ৬০ ফিউশন নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে বাজারে ইতিমধ্যেই অনেক ব্র্যান্ডের প্রতিযোগিতা রয়েছে, এখন দেখার বিষয় হলো, এই নতুন প্রাইস কাট ক্রেতাদের মন কতটা টানে।

Want to engage with this content?

Like, comment, or share this article on our main website for the full experience!

Go to Main Website for Full Features

Suman Patra

Suman Patra

Tech News Writer

More by this author →
👉 Read Full Article on Website