Summary

Discover Jio and Vodafone Idea’s latest recharge plans offering up to 50GB extra free data, unlimited calling, and long validity. Perfect for heavy internet users in 2025.

Article Body

জিও ও ভোডাফোন-আইডিয়ার নতুন প্ল্যান, ফ্রি এক্সট্রা ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা
জিও ও ভোডাফোন-আইডিয়ার নতুন প্ল্যান, ফ্রি এক্সট্রা ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা
বর্তমানে ইন্টারনেট ছাড়া দিন চলে না। কাজ হোক, পড়াশোনা কিংবা বিনোদন সবকিছুতেই ডেটার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি। এমন অবস্থায় টেলিকম কোম্পানিগুলোও ব্যবহারকারীদের আকর্ষণ করতে বাড়তি সুবিধা নিয়ে আসছে। জিও এবং ভোডাফোন-আইডিয়া সম্প্রতি এমন কিছু প্ল্যান এনেছে, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য ৫০ জিবি পর্যন্ত এক্সট্রা ডেটা একেবারে ফ্রি দেওয়া হচ্ছে। শুধু ডেটাই নয়, সাথে থাকছে আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস সুবিধা। বছরের পুরোটা সময় যাঁরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এই অফার নিঃসন্দেহে লোভনীয়। এখন আসুন, একে একে দেখে নিই কোন প্ল্যানে কতটা সুবিধা দেওয়া হচ্ছে।

জিওর জনপ্রিয় প্ল্যানগুলো

জিওর ৭৪৯ টাকার প্ল্যান ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর। এতে ৭২ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে বাড়তি ২০ জিবি ডেটা। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

অন্যদিকে, জিওর ৮৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। এখানেও প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি অতিরিক্ত ২০ জিবি ডেটা যুক্ত হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল দীর্ঘ মেয়াদে নিরবচ্ছিন্ন কলিং সুবিধা।

ভোডাফোন-আইডিয়ার লম্বা ভ্যালিডিটির প্ল্যান

Vi তাদের গ্রাহকদের জন্য এক বছরের ভ্যালিডিটিসহ একাধিক প্ল্যান বাজারে এনেছে। এর মধ্যে ৩৭৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটার পাশাপাশি ৯০ দিনের জন্য ফ্রি ৫০ জিবি এক্সট্রা ডেটা দেওয়া হচ্ছে। সাথে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুযোগ।

৩৫৯৯ টাকার আরেকটি প্ল্যানেও প্রায় একই সুবিধা রয়েছে, ৩৬৫ দিনের মেয়াদ, প্রতিদিন ২ জিবি ডেটা এবং ৯০ দিনের জন্য ফ্রি ৫০ জিবি এক্সট্রা ডেটা।

তবে ৩৪৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। এখানেও গ্রাহকরা পাচ্ছেন ৯০ দিনের জন্য ৫০ জিবি ফ্রি ডেটা ও কলিংয়ের সুবিধা।

এছাড়া, তুলনামূলকভাবে কম খরচের মধ্যে ১৭৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যার ভ্যালিডিটি ১৮০ দিন। এই সময়কালে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সাথে ৪৫ দিনের জন্য অতিরিক্ত ৩০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। কলিংয়ের সুবিধা তো থাকছেই।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)