Summary

itel Zeno 20 launched in India with built-in AI voice assistant, 6.6-inch HD+ display, 5000mAh battery, and IP54 rating. Available exclusively on Amazon starting at ₹5,999.

Article Body

কম দামে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ নতুন স্মার্টফোন itel Zeno 20 এখন অ্যামাজনে
কম দামে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ নতুন স্মার্টফোন itel Zeno 20 এখন অ্যামাজনে
যাঁরা এখনও ফিচার ফোন ব্যবহার করছেন কিন্তু বাজেটের মধ্যে একটা স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। itel আনল এই নতুন ফোন Zeno 20, যা আজ থেকেই অ্যামাজনে এক্সক্লুসিভ সেলে পাওয়া যাবে। এ ফোনের বড় আকর্ষণ হলো এর ইন-বিল্ট এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট Aivana 2.0। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু কথা বলেই অ্যাপ ওপেন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কল করা বা রিসিভ করা যাবে, এমনকি ফোনের সেটিংসও বদলে ফেলা সম্ভব। মজার বিষয় হলো, এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইংরেজির পাশাপাশি হিন্দিতেও কাজ করে। অর্থাৎ গ্রামের বা ছোট শহরের ব্যবহারকারীরাও সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়, ফোনটির IP54 রেটিং রয়েছে, ফলে হালকা জল ছিটে যাওয়া বা ধুলো-ময়লা থেকেও সুরক্ষিত থাকবে। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি আর উন্নত ক্যামেরার কারণে, কম দামের মধ্যে এটি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলাই যায়। সত্যি বলতে কী, এই দামের ফোনে এত বৈশিষ্ট্য পাওয়া কিছুটা বিস্ময়করই।

itel Zeno 20-এর দাম ও অফার

itel Zeno 20-এর দাম শুরু হয়েছে ₹5,999 থেকে, যা 3GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য নির্ধারিত। আর 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ₹6,899। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে Aurora Blue, Starlit Black এবং Space Titanium।

আজ ২৫শে আগস্ট থেকে এটি শুধুমাত্র অ্যামাজনে কেনা যাবে। প্রথম সেলের জন্য কোম্পানি বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে। 3GB ভ্যারিয়েন্টে ₹250 এবং 4GB ভ্যারিয়েন্টে ₹300-এর কুপন মিলবে। ফলে প্রথম সেলে বেস ভ্যারিয়েন্টটি হাতে আসবে মাত্র ₹5,749 টাকায়। এই দামে ফিচারগুলির তুলনায় অফারটি যথেষ্ট আকর্ষণীয় বলা যায়।

itel Zeno 20-এর ফিচার

ডুয়াল সিম (Nano+Nano) সাপোর্ট করা এই স্মার্টফোনটি চলছে Android 14 Go Edition-এ। এতে রয়েছে 6.6-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। ফোনে দেওয়া হয়েছে একটি Dynamic Bar ফিচার, যা ব্যাটারি, চার্জিং নোটিফিকেশন বা কল অ্যালার্ট সরাসরি সেলফি ক্যামেরার কাটআউটের চারপাশে দেখায়।

প্রসেসরের দিক থেকে ফোনটিতে রয়েছে Octa-core Unisoc T7100 চিপসেট, যা 3GB ও 4GB RAM ভ্যারিয়েন্টে আসছে। চাইলে স্টোরেজ ব্যবহার করে RAM বাড়িয়ে 8GB পর্যন্ত করা যাবে। স্টোরেজ বিকল্প রয়েছে 64GB ও 128GB।

ক্যামেরার দিক থেকে, পেছনে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা, আর সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ফোনটি IP54 সার্টিফিকেশনসহ আসে, মানে হালকা জলকণা বা ধুলো নিয়ে বিশেষ দুশ্চিন্তা নেই।

অডিও সেকশনে রয়েছে DTS সাউন্ড সাপোর্ট, আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সমর্থন করে।

সবশেষে আবারও বলতেই হয়, এর সবচেয়ে বড় আকর্ষণ Aivana 2.0 ভয়েস অ্যাসিস্ট্যান্ট। শুধু কমান্ড দিলেই অ্যাপ চালু হবে, হোয়াটসঅ্যাপে কল করা-নেওয়া যাবে, আর ফোনের সেটিংসও বদলানো যাবে। আর হিন্দি ভাষা সাপোর্ট করায় এটি সত্যিই আরও ব্যবহারবান্ধব হয়ে উঠেছে। বাজেট ফোন বাজারে এটি এক নতুন মোড় আনতে পারে, তবে গ্রাহকেরা কতটা আগ্রহ দেখাবেন, সেটাই এখন দেখার।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)