Summary

itel launches A90 Special Edition in India with MIL-STD-810H durability, 6.6" 90Hz display, 5000mAh battery, starting at ₹6,399.

Article Body

itel A90 স্পেশাল এডিশন ভারতে লঞ্চ, ৭ হাজার টাকার কম
itel A90 স্পেশাল এডিশন ভারতে লঞ্চ, ৭ হাজার টাকার কম
এ বছরের মার্চে ভারতীয় বাজারে itel A90-এর সাধারণ সংস্করণ লঞ্চ হয়েছিল। কয়েক মাসের মধ্যেই সংস্থাটি নিয়ে এলো সেই ফোনের স্পেশাল এডিশন। শুনতে সাধারণ আপডেট মনে হলেও, এর সবচেয়ে বড় চমক হলো মিলিটারি গ্রেড সার্টিফিকেশন MIL-STD-810H। এই দামের মধ্যে আগে কোনো ফোনে এ ধরনের সুরক্ষা দেখা যায়নি। ফলে বলা যায়, বাজেট ক্রেতাদের কাছে এটি বেশ সাহসী এক পদক্ষেপ।

নতুন সংস্করণটির বেশিরভাগ স্পেসিফিকেশন আগের মতোই রাখা হয়েছে। তবে টেকসই হওয়ার দিক থেকে ফোনটি এখন একেবারে আলাদা জায়গায় দাঁড়িয়ে গেছে। IP54 রেটিং থাকায় ধুলো আর পানির ছিটেফোঁটাও খুব একটা ক্ষতি করতে পারবে না। সংস্থাটি তাদের “3P Promise”-ও দিয়েছে, যার মধ্যে রয়েছে ডাস্ট, ওয়াটার আর ড্রপ থেকে সুরক্ষা এবং ১০০ দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। বাজেট ফোনের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে বাড়তি নিশ্চিন্তি এনে দিচ্ছে।

itel A90 ডিসপ্লে ও পারফরম্যান্স

itel A90 স্পেশাল এডিশনে রয়েছে ৬.৬-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সঙ্গে ৯০Hz রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং কিংবা গেম খেলার সময় ভিজ্যুয়াল বেশ স্মুথ মনে হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডাইনামিক বার ফিচার, যা কল, নোটিফিকেশন বা ব্যাটারির স্ট্যাটাস চোখের সামনে ভেসে আনে। DTS সাউন্ড টেকনোলজির কারণে অডিও কোয়ালিটিও যথেষ্ট ঝকঝকে চাই গান, চাই ভিডিও বা গেমিং, সব ক্ষেত্রেই শোনা যাবে ডুবে থাকার মতো অভিজ্ঞতা।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে অক্টা-কোর T7100 প্রসেসর। সঙ্গে রয়েছে দুটি RAM কনফিগারেশন—3GB + 5GB এক্সটেন্ডেড RAM এবং 4GB + 8GB এক্সটেন্ডেড RAM। ইন্টারনাল স্টোরেজ দুই সংস্করণেই 64GB। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 Go Edition, যা itel-এর দাবি অনুযায়ী টানা 36 মাস ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে। সিকিউরিটির জন্য আছে ফেস আনলক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

itel A90 ক্যামেরা ও ব্যাটারি

ক্যামেরার দিক থেকেও ফোনটি বাজেট সেগমেন্টে বেশ কার্যকর। ১৩MP রিয়ার ক্যামেরায় যুক্ত হয়েছে উন্নত ইমেজ প্রসেসিং আর এক হাতে ব্যবহারযোগ্য নতুন স্লাইডিং জুম বাটন। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮MP ফ্রন্ট ক্যামেরা। Always-on Display এবং Dynamic Bar ব্যবহারকারীদের সবসময় আপডেটেড রাখবে।

শক্তি যোগাচ্ছে ৫,০০০mAh ব্যাটারি, সঙ্গে ১৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। যদিও বক্সে দেওয়া চার্জারটি ১০W-এর, তবুও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ ব্যবহারকারীদের নিরাশ করবে না।

itel A90 দাম

itel A90 স্পেশাল এডিশন তিনটি রঙে পাওয়া যাবে Space Titanium, Starlit Black এবং Aurora Blue। ৩GB RAM ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹৬,৩৯৯ এবং ৪GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ₹৬,৮৯৯-এ। ফোনটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রিটেল স্টোরে উপলব্ধ।

এই দামে মিলিটারি গ্রেড টেকসই আর ৩ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের প্রতিশ্রুতি এটিকে বাজেট স্মার্টফোন বাজারে নিঃসন্দেহে এক আকর্ষণীয় চ্যালেঞ্জার বানিয়েছে। এখন দেখার বিষয়, গ্রাহকদের মধ্যে এটি কতটা সাড়া ফেলতে পারে।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)