Article Body
আইফোন ১৩ বাজারে আসার পর কেটে গেছে কয়েক বছর, কিন্তু এর পারফরম্যান্স এখনো যথেষ্ট শক্তিশালী। গেমিং, ভিডিও এডিটিং কিংবা প্রতিদিনের ব্যবহার, সব ক্ষেত্রেই ফোনটি আজও টেক্কা দিতে পারে বর্তমান প্রজন্মের অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসকে। ক্যামেরার দিক থেকেও এটি পিছিয়ে নেই; বরং অনেকক্ষেত্রেই আরও ধারালো ছবি তোলে। সবচেয়ে বড় কথা, যারা ডেটা সিকিউরিটি নিয়ে চিন্তিত, তাদের জন্যও আইফোন ১৩ একটি কার্যকর সমাধান। কম দামে অ্যাপলের শক্তিশালী সিকিউরিটি ফিচার পাওয়া নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। আর বর্তমান অফার অনুযায়ী কয়েক হাজার টাকা পর্যন্ত বাঁচানো সম্ভব।
অ্যামাজনে iPhone 13-এর দারুণ অফার
অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন বর্তমানে আইফোন ১৩–কে সর্বনিম্ন মূল্যে বিক্রি করছে। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪২,৯০০ টাকা। শুধু তাই নয়, যদি কেউ Amazon Pay ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আরও ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে।
এখানেই শেষ নয়। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে মিলতে পারে বিশাল ছাড়। সর্বোচ্চ ৪১,৭০৫ টাকা পর্যন্ত সেভ করার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনার পুরোনো স্মার্টফোনের মূল্যায়ন হয় মাত্র ৭,০০০ টাকা, তাহলেও আইফোন ১৩ হাতের মুঠোয় চলে আসবে আনুমানিক ৩৫,০০০ টাকার মধ্যেই। অবশ্যই মনে রাখতে হবে, এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা ও ব্র্যান্ডের উপর।
আইফোন ১৩-এর ফিচার ও স্পেসিফিকেশন
iPhone 13–এর ডিজাইনে আছে কাচের ব্যাক প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, সাথে IP68 রেটিং, ফলে পানি ও ধুলো প্রতিরোধে এটি বেশ টেকসই। ডিসপ্লেতে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা স্ক্রিন, যা ডলবি ভিশন সাপোর্ট করে- মানে সিনেমা দেখা কিংবা গেম খেলার অভিজ্ঞতা আরও রঙিন হবে।
পারফরম্যান্সের দিক থেকে, ফোনটি চালিত হচ্ছে অ্যাপলের শক্তিশালী A15 বায়োনিক চিপসেটে। এর সঙ্গে মেলে সর্বোচ্চ ৪ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। ক্যামেরায় রয়েছে ডুয়াল রিয়ার সেটআপ, ১২ মেগাপিক্সেলের ওয়াইড এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের ১২ মেগাপিক্সেল ক্যামেরাটিও যথেষ্ট উন্নতমানের।
ব্যাটারির ক্ষমতা ৩২৪০ এমএএইচ, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। একদিনের মাঝারি থেকে ভারী ব্যবহার অনায়াসেই সামলে নিতে পারে এই ব্যাটারি।
Comments