Article Body
অনার বেশ কিছুদিন ধরেই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Honor GT 2 Series নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই লাইনআপে থাকবে দুটি মডেল Honor GT 2 এবং Honor GT 2 Pro। টেক দুনিয়ার গুঞ্জন বলছে, এগুলো নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যেই বাজারে হাজির হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজই প্রথম দিকের সেই ফোনগুলোর মধ্যে থাকবে, যেগুলো কোয়ালকমের নতুন প্রজন্মের Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করবে। বিষয়টি নিঃসন্দেহে টেকপ্রেমীদের জন্য আকর্ষণীয় খবর।
এরই মধ্যে একটি নতুন লিক প্রকাশ্যে এসেছে, যেখানে বেস ভ্যারিয়েন্ট Honor GT 2 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। খবরে বলা হচ্ছে, ফোনটিতে দেওয়া হতে পারে বিশাল 8800mAh ব্যাটারি, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এ ছাড়া মেমোরির ক্ষেত্রেও অনার বেশ উদার হতে চলেছে, ফোনটিতে থাকতে পারে সর্বোচ্চ 24GB RAM এবং 1TB স্টোরেজ। ডিসপ্লের দিক থেকেও চমক রয়েছে। ফোনটিতে 6.7 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS প্যানেল ব্যবহার করা হতে পারে, যার রেজোলিউশন হবে 1.5K। নিরাপত্তার জন্য যুক্ত হতে পারে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসরের ক্ষেত্রে অনার এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। শোনা যাচ্ছে, কোম্পানি চাইলে Snapdragon 8 Gen 5 অথবা গত বছরের Snapdragon 8 Elite ব্যবহার করতে পারে। কোনটা শেষ পর্যন্ত থাকবে, সেটি জানতে হলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
জুলাইয়ে লঞ্চ হয়েছিল অনারের ব্যাটারি মনস্টার Honor X70
অনার এ বছর জুলাই মাসে বাজারে এনেছিল Honor X70। এই ফোনেও চমক ছিল ব্যাটারিতে, দেওয়া হয়েছিল 8300mAh ক্যাপাসিটির সেল, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ডিসপ্লের দিক থেকেও ডিভাইসটি শক্তিশালী, 6.79 ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন ব্যবহার করা হয়েছে। মেমোরিতে রয়েছে সর্বোচ্চ 12GB RAM এবং 512GB স্টোরেজ। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহৃত হয়েছে Snapdragon 6 Gen 4। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
সবচেয়ে বড় দিক হলো, Honor X70 এসেছে শক্তিশালী ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স রেটিং নিয়ে IP69K, IP69, IP68 এবং IP66 পর্যন্ত সাপোর্ট করে। ফলে ফোনটি টেকসই হওয়ার দিক থেকেও যথেষ্ট এগিয়ে।
এখন দেখার বিষয়, অনার GT 2 সিরিজ কতটা নতুনত্ব আনতে পারে। 8800mAh ব্যাটারি ও Snapdragon 8 Gen 5 চিপসেটের গুজব যদি সত্যি হয়, তাহলে বাজারে দারুণ সাড়া জাগাতে পারে এই ফোনগুলো।
Comments