Summary

HMD Pulse 2 Pro leaks ahead of IFA 2025 with 50MP OIS camera, 6.72-inch display, Unisoc T615 chip, 5000mAh battery and budget price around €180.

Article Body

৫০MP ক্যামেরা সহ নতুন চমক HMD Pulse 2 Pro এর IFA 2025-এ লঞ্চের আগে ফাঁস
৫০MP ক্যামেরা সহ নতুন চমক HMD Pulse 2 Pro এর IFA 2025-এ লঞ্চের আগে ফাঁস
IFA 2025 শুরুর মাত্র কয়েক দিন আগে, সুইজারল্যান্ডের এক খুচরা বিক্রেতার ওয়েবসাইটে ভুলবশত ফাঁস হয়ে গেল HMD-এর আসন্ন বাজেট স্মার্টফোন HMD Pulse 2 Pro–এর সম্পূর্ণ তথ্য। এই অঘটনের মাধ্যমে জানা গেছে, ফোনটি বাজেট ক্যাটেগরিতেই শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, বিশেষত এর ক্যামেরা সিস্টেমের কারণে। ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং Optical Image Stabilization (OIS) সহ এমন সেটআপ এই দামের মধ্যে সচরাচর দেখা যায় না। দামও রাখা হয়েছে বেশ আগ্রাসী, প্রায় ১৮০ ইউরোর কাছাকাছি। বাজেট ফোন হিসেবে এ ধরনের সিদ্ধান্ত যে ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেবে, তাতে সন্দেহ নেই।

HMD Pulse 2 Pro ডিসপ্লে ও প্রসেসর

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, HMD Pulse 2 Pro আসছে ৬.৭২ ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে নিয়ে। প্রসেসরে থাকছে Unisoc T615 চিপসেট, সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানোও যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, তবে চার্জিং স্পিড ঠিক কত হবে, সেটি এখনও স্পষ্ট নয়। সফটওয়্যারের দিক থেকে ফোনটি সরাসরি Android 15 নিয়ে বাজারে আসবে বলেই ইঙ্গিত মিলেছে। যদিও প্রসেসরটি ফ্ল্যাগশিপ লেভেলের নয়, দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য যথেষ্ট কার্যকর হতে পারে।

HMD Pulse 2 Pro ক্যামেরা

Pulse 2 Pro-এর সবচেয়ে আলোচিত দিক হলো এর ক্যামেরা সিস্টেম। পিছনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে OIS যুক্ত করা হয়েছে, যা সাধারণত বাজেট ফোনে সচরাচর মেলে না। সামনের দিকেও থাকছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা সেটআপকে ঘিরেই ফোনটির প্রতি আলাদা আগ্রহ তৈরি হচ্ছে। পেছনের অংশে ডুয়াল-টোনের উল্লম্ব আইল্যান্ড ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে আগের মডেলের তুলনায় ভিন্ন লুক দেবে। ক্যামেরার উপর এতটা জোর দেওয়া আসলে HMD-এর বড়সড় বাজি। এটা সফল হবে কিনা, তা অবশ্য বাজারেই প্রমাণ হবে।

HMD Pulse 2 Pro ডিজাইন ও দাম

ডিজাইনের দিক থেকে ফোনটিতে কালো ও সবুজ, দুটি ভ্যারিয়েন্ট থাকবে। ডিসপ্লের নিচে একটি মোটা চিবুক দৃশ্যমান, যা বাজেট ফোনের জন্য নতুন কিছু নয়। দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১৬৯ সুইস ফ্রাঁ, অর্থাৎ আনুমানিক ১৮০ ইউরো বা প্রায় ২১১ ডলার। HMD আগামী সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত হতে চলা IFA 2025 ট্রেড শোতে এই ফোন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, HMD Pulse 2 Pro বাজেট সেগমেন্টে বেশ বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। প্রসেসর বা ডিসপ্লের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও, ২০০ ইউরোরও কম দামে OIS-সহ উচ্চ রেজোলিউশনের ক্যামেরা এটি নিঃসন্দেহে বাজারে আলাদা জায়গা করে নিতে পারে। তবে শেষ পর্যন্ত ক্রেতারা এটিকে কতটা ইতিবাচকভাবে নেবেন, সেটাই দেখার বিষয়।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)