Summary

Discover Google's Phone app latest update for Android in India, featuring Material 3 design, redesigned calling screen, merged contacts, and improved in-call buttons.

Article Body

গুগল ফোন অ্যাপের নতুন আপডেট, Android ব্যবহারকারীদের জন্য ভিন্ন কলিং স্ক্রিন অভিজ্ঞতা
গুগল ফোন অ্যাপের নতুন আপডেট, Android ব্যবহারকারীদের জন্য ভিন্ন কলিং স্ক্রিন অভিজ্ঞতা
ভারতের অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হঠাৎ খেয়াল করেছেন, তাদের ফোনের কলিং স্ক্রিনের চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে। চিন্তার কিছু নেই, এটা কোনো ত্রুটি নয়, গুগল তাদের Phone অ্যাপের নতুন ইউজার ইন্টারফেস আপডেট চালু করেছে। এই আপডেটে যুক্ত হয়েছে Material 3 Expressive ডিজাইনের উপাদান, যা অ্যাপটিকে একেবারে নতুন, আধুনিক এক রূপ দিয়েছে।

এই নতুন ইন্টারফেস আসলে শুধু সাজসজ্জার ব্যাপার নয়; এর মাধ্যমে ফোন কল করার পুরো অভিজ্ঞতাই বদলাতে চলেছে। আপডেটের ফলে এখন প্রিয় কন্ট্যাক্ট আর সাম্প্রতিক কলগুলো এক জায়গায় পাওয়া যাচ্ছে। উপরের দিকে ক্যারোসেলের মতো করে দেখানো হবে ফেভারিট কন্ট্যাক্ট, আর তার নিচে আলাদা কন্টেইনারে থাকবে সাম্প্রতিক কথোপকথন। আগে যেখানে কিপ্যাড ভেসে থাকত, সেটাকে সরিয়ে নিচে আলাদা একটি ট্যাবে রাখা হয়েছে। কন্ট্যাক্টসও চলে এসেছে নতুন নেভিগেশন বারে, তবে চাইলে তিন-ডট মেনু দিয়েও আগের মতো পাওয়া যাবে।

ইনকামিং কল স্ক্রিনে বড় পরিবর্তন

সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে ইনকামিং কল স্ক্রিনে। আগে কল রিসিভ বা কেটে দেওয়ার জন্য উপরে বা নিচে সুইপ করতে হতো, এখন সেই নিয়ম বদলে গেছে। এবার থেকে কল রিসিভ বা রিজেক্ট করতে হবে একদম হরাইজন্টাল সুইপ দিয়ে। উদ্দেশ্য একটাই—পকেট থেকে ফোন বের করার সময় যেন ভুল করে কল রিসিভ বা কেটে না যায়। তবে যারা চাইবেন, তারা চাইলে সেটিংস থেকে আবার ট্যাপ করার অপশনে ফিরে যেতে পারবেন।

ইন-কল বাটন ও নতুন টেস্টিং ফিচার

কল চলাকালীন স্ক্রিনের বাটনগুলোতেও আনা হয়েছে নতুনত্ব। গোলাকার কোণ, আর বড় করে দেওয়া হয়েছে এন্ড কল বাটন, যাতে স্পষ্টভাবে চোখে পড়ে। তবে এখানেই শেষ নয়। গুগল আরও একটি আকর্ষণীয় ফিচার টেস্ট করছে, ফুল-স্ক্রিন কনট্যাক্ট কার্ড। অর্থাৎ কোনো কল আসলে স্ক্রিন জুড়ে সেই কনট্যাক্টের ছবি ভেসে উঠবে। আপাতত এটি বেটা টেস্টারদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে।

ঘড়ি অ্যাপেও আসছে Material 3 ডিজাইন

শুধু ফোন অ্যাপ নয়, গুগল একইসঙ্গে Android Clock অ্যাপেও Material 3 Expressive রিডিজাইন চালু করছে। এই নতুন ভার্সনে নিচের বার আরও লম্বা হবে, আর মাঝখানে থাকা গোল ভাসমান বাটন বদলে যাবে একেবারে কোণায় থাকা চৌকো বাটনে। সক্রিয় অ্যালার্মগুলোকে এবার আলাদা রঙ দিয়ে হাইলাইট করা হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই চিনতে পারেন।

গুগলের এই আপডেটগুলো আসলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, কোম্পানি তাদের নেটিভ অ্যাপগুলোকে শুধু কার্যকর নয়, আরও ব্যবহারবান্ধব আর চোখে আরামদায়ক করে তুলতে চাইছে। এখন দেখার বিষয়, ব্যবহারকারীরা এই পরিবর্তনগুলো কতটা সহজে গ্রহণ করেন।

Comments

TOPICS MENTIONED IN THIS ARTICLE

About the Author(s)