Article Body
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই তালিকায় শুধু চীনা ব্র্যান্ডই নয়, স্যামসাং-এর মতো জনপ্রিয় নামও রয়েছে। তাই কম বাজেটে যদি ভালো পারফরম্যান্স চান, তাহলে নিচের তিনটি স্মার্টফোন আপনার জন্য ভরসার জায়গা হতে পারে। তবে কোনটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত, সেটা নির্ভর করবে আপনার ব্যবহারধারার উপর। কেউ হয়তো ক্যামেরাকে বেশি গুরুত্ব দেবেন, কেউ আবার ব্যাটারির ব্যাকআপ বা র্যামের দিকে নজর রাখবেন। একেকজনের অগ্রাধিকার একেক রকম, আর সেই কারণেই এই ফোনগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা দরকার।
Tecno POP 9
টেকনো সবসময়ই এন্ট্রি-লেভেল বাজারে আগ্রাসী। POP 9 মডেলটির দাম রাখা হয়েছে প্রায় ৬০৯৯ টাকা। এখানে ৬ জিবি পর্যন্ত র্যামের অপশন মিলছে (যেখানে ৩ জিবি আসল র্যাম, বাকি ৩ জিবি ভার্চুয়াল)। ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির বড় ডিসপ্লে থাকায় ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা খারাপ হবে না। প্রসেসরের দিক থেকে এখানে মিডিয়াটেক হেলিও G50 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট।
স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়, আর ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা সাধারণ ফটোগ্রাফির জন্য মানানসই। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ৫০০০mAh ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাজেটের ভেতরে এটাই POP 9-এর আসল শক্তি।
itel ZENO 10
itel সবসময় বাজেট ফোনে নতুন কিছু যোগ করার চেষ্টা করে। ZENO 10 মডেলটির দাম ৫৮৯৯ টাকা, যেখানে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া আছে। তবে বিশেষত্ব হলো, এখানে অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যায়, ফলে মোট র্যাম বেড়ে দাঁড়ায় ১২ জিবি।
ডিসপ্লে ৬.৬ ইঞ্চির HD+, যা দামের হিসেবে মোটামুটি ভালো। ক্যামেরা সেকশনে খুব বেশি কিছু আশা করা যাবে না, তবে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার সেটআপ সাধারণ ছবি তোলার জন্য যথেষ্ট। আর ৫০০০mAh ব্যাটারি তো আছেই।
Samsung Galaxy M05
স্যামসাং-এর M সিরিজ আগেও বাজেট সেগমেন্টে জনপ্রিয়তা পেয়েছিল। এবার Galaxy M05-কে রাখা হয়েছে ৬৪৯৯ টাকার মধ্যে। এখানে ৪ জিবি র্যাম থাকলেও র্যাম প্লাস ফিচারের মাধ্যমে সেটিকে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ডিসপ্লে ৬.৭ ইঞ্চির HD+, যা ভিডিও স্ট্রিমিং বা ব্রাউজিংয়ে বেশ স্বচ্ছন্দ অভিজ্ঞতা দেবে। ক্যামেরার দিক থেকে এই ফোনটি তালিকার সেরা, ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সরের সাথে সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আর ব্যাটারি, অন্য দুটির মতো এখানেও ৫০০০mAh রাখা হয়েছে।
তিনটি ফোনের দাম কাছাকাছি হলেও আলাদা আলাদা দিক থেকে এগিয়ে। যারা ক্যামেরায় ভরসা চান, তাদের জন্য Galaxy M05 ভালো চয়েস হতে পারে। ভার্চুয়াল র্যামের কারণে itel ZENO 10 গেমার বা মাল্টিটাস্কারদের টানতে পারে। আর Tecno POP 9 ব্যাটারি ও ডিসপ্লেতে একটা ভারসাম্য ধরে রেখেছে।
Comments