Article Body
কম দামে শক্তিশালী ল্যাপটপ কে না চাইবে? সঠিক মডেল বেছে নিতে পারলে এখন মোবাইল ফোনের দামের মধ্যেই লেনোভো, এসার কিংবা অন্য ব্র্যান্ডের ল্যাপটপ ঘরে আনা সম্ভব। অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু অফার পাওয়া যাচ্ছে যেখানে ২০ হাজার টাকার নিচে দুর্দান্ত ফিচারসহ একাধিক ল্যাপটপ কেনা যায়। চলুন দেখে নেওয়া যাক কোন কোন মডেলগুলো তালিকায় রয়েছে।
Lenovo SmartChoice Chromebook
ওজন মাত্র ১.২১ কেজি—মানে বেশ হালকা। এই ক্রোমবুকে থাকছে Intel Celeron N4500 প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ১১.৬ ইঞ্চির ডিসপ্লে আর ডুয়াল স্পিকারের কারণে পড়াশোনা কিংবা লাইট কাজের জন্য যথেষ্ট ভালো। দাম রাখা হয়েছে মাত্র ₹13,990।
JioBook 11
জিওর এই ল্যাপটপে কাজ করছে কোম্পানির নিজস্ব JioOS। ভিতরে থাকছে MediaTek 8788 অক্টা-কোর প্রসেসর। ওজন মাত্র ৯৯০ গ্রাম, আর ডিসপ্লে ১১.৬ ইঞ্চি। দামে তুলনামূলক সস্তা, মাত্র ₹12,990। ছাত্রছাত্রীদের জন্য বেশ কার্যকর হতে পারে।
Acer Aspire 3
এই মডেলটি আসছে Windows 11 Home অপারেটিং সিস্টেমে। প্রসেসর হিসেবে থাকছে Intel Core Celeron N4500। এছাড়া 38WHr ব্যাটারি আর HD ওয়েবক্যামের সুবিধা মিলবে। লিস্ট প্রাইস ₹20,990, তবে অফার মিললে ২০ হাজার টাকার নিচেই পাওয়া যায়।
ULTIMUS Pro Intel Celeron Dual Core
ডুয়াল স্পিকার আর ডুয়াল মাইক্রোফোনসহ এই ল্যাপটপে রয়েছে Windows 11 Home এবং Intel Celeron Dual Core প্রসেসর। কানেক্টিভিটির একাধিক অপশন থাকায় অফিস বা স্টুডেন্ট ইউজের জন্য মানানসই। দাম ₹15,999।
Primebook 2 Neo 2025
সম্প্রতি লঞ্চ হওয়া এই ল্যাপটপে আছে MediaTek Helio G99 প্রসেসর এবং Android 15–ভিত্তিক PrimeOS 3.0। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজসহ ডিভাইসটির দাম ₹15,990। নতুন কিছু চেষ্টা করতে চাইলে নজর দিতে পারেন।
Chuwi HeroBook Pro 14
এতে থাকছে Windows 11, Intel Celeron N4020 প্রসেসর, ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ। ডিজাইন হালকা, তাই বহন করতেও সুবিধা। ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ₹17,990 দামে।
ULTIMUS APEX Laptop
১৪.১ ইঞ্চির বড় ডিসপ্লে আর Intel Celeron প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR4 র্যাম। এই ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইস ধরা হয়েছে ₹17,990।
Walker Best Student Office Work Laptop
যারা বড় স্ক্রিন পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো অপশন। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লের সঙ্গে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর এবং Windows 11 Home। দাম রাখা হয়েছে ₹16,990।
Comments