Article Body
হার্ট রেট ট্র্যাকিংয়ের সঙ্গে যুক্ত হবে হেলথ অ্যাপ
খবর অনুযায়ী, আসন্ন এয়ারপডসে থাকবে অপটিক্যাল সেন্সরের উপর ভিত্তি করে হার্ট রেট মাপার প্রযুক্তি। বিষয়টা সহজভাবে বললে, ইয়ারবাডস কানে পরার সঙ্গে সঙ্গেই সেন্সর রক্তপ্রবাহের ক্ষুদ্র পরিবর্তন শনাক্ত করবে এবং প্রতি সেকেন্ডে শতাধিক বার পালস নিয়ে হার্ট রেট নির্ধারণ করবে। এই তথ্য সরাসরি সিঙ্ক হয়ে যাবে আইফোনের হেলথ অ্যাপে। শুধু তাই নয়, চাইলে ব্যবহারকারীরা এই ডেটা তৃতীয় পক্ষের ফিটনেস প্ল্যাটফর্মেও শেয়ার করতে পারবেন। এটি অনেকটা সেই ফিচারের মতো, যা ইতিমধ্যেই Powerbeats Pro 2-এ দেখা গিয়েছে। শুনতে গেলে, প্রযুক্তিটা একটু জটিল বটে, কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের কাছে এটি যে কার্যকর হবে, সে ব্যাপারে সন্দেহ নেই।
এখন পর্যন্ত অ্যাপল তাদের হার্ট রেট ট্র্যাকিং-কে সীমাবদ্ধ রেখেছিল কেবল Apple Watch-এর ভেতর। তবে মনে হচ্ছে, এবার কোম্পানি তাদের স্বাস্থ্য ও ফিটনেস ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করতে চাইছে। এক্ষেত্রে এয়ারপডসে নতুন সেন্সর যোগ করা বেশ যৌক্তিক। বিশেষ করে যারা নিয়মিত জিম করেন বা আউটডোর ওয়ার্কআউটে এয়ারপডস ব্যবহার করেন, তাদের জন্য বিষয়টি নিঃসন্দেহে উপকারী হবে। গুরম্যানের দাবি, যদি ব্যবহারকারী একই সময়ে ওয়াচ ও এয়ারপডস ব্যবহার করেন, তাহলে অ্যাপলের ইকোসিস্টেম ওয়াচকে প্রাধান্য দেবে এবং এয়ারপডসকে ব্যাকআপ সোর্স হিসেবে ব্যবহার করবে। আর হ্যাঁ, নতুন ইয়ারবাডসে আরও উন্নত সাউন্ড কোয়ালিটি আর অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের অভিজ্ঞতা মিলতে পারে। সেটা হলে ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ হওয়ারই কথা।
Comments