Article Body
কিছু এয়ারটেল ব্ল্যাক ব্যবহারকারী Airtel Thanks অ্যাপে “Rewards & OTTs” বিভাগে দুইটি নতুন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ অফার দেখতে পাচ্ছেন। প্রথমে এই অফারটি নজরে আনে TechGlare Deals এবং তারা তা X-এ শেয়ার করে।
আমরা Airtel Thanks অ্যাপে Platinum সাবস্ক্রিপশন ব্যবহার করে Gold সাবস্ক্রাইবড অবস্থায় ছয় মাসের ফ্রি প্রাইম মেম্বারশিপ দেখতে পেয়েছি। মূলত, যোগ্য গ্রাহকরা দুটি কুপন কোড আনলক করতে পারবেন, যা তাদের পুরোপুরি বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের সুবিধা দেবে। একটি কুপন কোড ছয় মাসের জন্য এবং অন্যটি পুরো এক বছরের জন্য। অর্থাৎ একত্র করলে, এয়ারটেল ব্ল্যাক ব্যবহারকারীরা সর্বাধিক ১৮ মাসের জন্য বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ উপভোগ করতে পারবেন।
তুলনামূলকভাবে, একটি বছরের প্রাইম মেম্বারশিপের খরচ ১,৪৯৯ টাকা। সুতরাং, এই সুবিধা ব্যবহার করলে মোট প্রায় ২,২৪৯ টাকার মূল্যের সুবিধা পাওয়া যাবে। সুবিধা ভোগ করতে হলে ব্যবহারকারীদের কুপন কোড কপি করে প্রাইম মেম্বারশিপ রিডেম্পশন ওয়েবসাইটে যেতে হবে।
যা মনে রাখার, এটি শুধুমাত্র এয়ারটেল ব্ল্যাক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। সাধারণ প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা নিতে পারবে না। যারা জানেন না, এয়ারটেল ব্ল্যাক হলো একটি বান্ডেল অফার যা পোস্টপেইড মোবাইল, ফাইবার (ব্রডব্যান্ড) এবং DTH (স্যাটেলাইট টিভি) এর মতো সার্ভিসের সাথে আসে। এছাড়াও এটি Perplexity Pro এবং ১৬টির বেশি OTT প্ল্যাটফর্মসহ এক্সক্লুসিভ সুবিধা এবং কনটেন্ট অ্যাক্সেস প্রদান করে।
যদি আপনি ইতিমধ্যেই এয়ারটেল ব্ল্যাক ব্যবহারকারী হন, তাহলে এই অফারটি আপনার জন্য এখনই লাইভ। Android এবং iOS-এর Airtel Thanks অ্যাপে গিয়ে সুবিধা গ্রহণ করতে পারেন। প্ল্যানের দাম ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩,৯৯৯ টাকা পর্যন্ত।
এই সুবিধার অংশ হিসেবে ব্যবহারকারীরা পাবেন প্রাইম ডেলিভারি (একই দিনে ডেলিভারি), প্রাইম শপিং (এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ব্যাংক অফার), প্রাইম মিউজিক, প্রাইম রিডিং, প্রাইম গেমিং এবং প্রাইম ভিডিও, with ৪কে কনটেন্ট এবং সর্বাধিক ৫টি ডিভাইসে লগইন সুবিধা।
Comments