Article Body
বাজারে বর্তমানে কিছু সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে, যা শুধু কম দামে নয়, ফিচারেও সমৃদ্ধ। উদাহরণস্বরূপ, Xiaomi FX সিরিজের টিভিতে রয়েছে ৫৫ ইঞ্চি ৪কে UHD LED ডিসপ্লে এবং FireTV OS, যেখানে অনেক জনপ্রিয় OTT অ্যাপ প্রি-ইনস্টলেড আসে। মূল দামের তুলনায় প্রায় ৩৬ শতাংশ ছাড়ে এটি এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।
Motorola-এর QLED টিভি Google TV OS-এ চলে এবং এতে ৪৮ ওয়াটের শক্তিশালী স্পিকার রয়েছে। ৪কে রেজোলিউশন সমর্থন করে এই টিভি মূল দামের চেয়ে প্রায় অর্ধেক মূল্যে পাওয়া যাচ্ছে। আর Thomson QLED টিভি, যা Android OS-এ চলে, ৪কে UHD স্ক্রিন এবং Dolby Atmos স্পিকারসহ আসে, এখন মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
iFFALCON ৪কে LED টিভি MEMC এবং Dolby Atmos সমর্থন করে, ফ্লিপকার্টে ৬৪ শতাংশ ছাড়ে মাত্র ২৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সবশেষে Foxsky QLED টিভি, যার ৫৫ ইঞ্চি ৪কে Ultra HD ডিসপ্লে এবং HDR10 ও Dolby Audio ফিচার রয়েছে, মূল দামের ৭৫ শতাংশ কমে মাত্র ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Comments